আসলে কি পৃথিবীর সব মেয়েই এক রকম। একটা মেয়ের সাথে অনেক ভাল সম্পর্ক আজ ৪/৫ মাস। কথায় কথায় আমাকে খুব বেশী মিস করবে, আমি অনেক ভালো ছেলে ইত্যাদি ইত্যাদি। আমি কোন মেয়েকে ভালবাসতে পারিনা আমার প্রথম গার্লফ্রেন্ড মারা যাওয়ার পর। এটা নিয়েও ওর সমস্যা, আমার জীবনকে সেকেন্ড চান্স দেয়া উচিৎ। আমারে যদি কোন মেয়ে ফিরিয়ে দেয়, তবে সে মেয়ে অবশ্যই ভুল করবে এইরকম। এসব শুনে, যে আমি কখন কারো প্রতি দুর্বল হইনি, ওর প্রতি হয়ে পড়লাম।
পরে উনারে প্রপোজ করলাম, এখন উনার আরেকজনের সাথে রিলেশন আছে, উনি পারবেনা, আমি যেন উনাকে মাফ করে দেই হেনতেন। What the fuck.. এখন মন-মেজাজ চরম খারাপ, পড়াশুনা কিছুই হচ্ছেনা। মাথা পুরা ক্র্যাক মারছে। দোয়া কইরেন যাতে সবকিছু ইজি হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




