সরাসরি আসল কথায় আসি, আমি স্টুডেন্ট, মাষ্টার্স শেষ হওয়ার পথে। একটা কাজে আমার কিছু টাকা দরকার ১২০০০০/- (এক লক্ষ বিশ হাজার) এর মত, পড়াশোনা রিলেটেড। আমার আম্মু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মাসে বেতন ১৪০০০/- (চৌদ্দ হাজার) টাকা--এর মধ্যে ২০০০/- (দুই হাজার) করে কেটে রাখে প্রভিবেন্ট ফান্ডের জন্য--মাসে তুলেন ১২০০০/- করে। চাকরীর ২০ বছরের উপরে চলতেছে।
আমি এখন আমার আম্মুর এই একাউন্টকে সিকিউরিটি হিসেবে রেখে ১২০০০০/- (এক লক্ষ বিশ হাজার টাকা) লোন তুলতে চাচ্ছি।
কেউ কি আছেন এখানে যিনি আমাকে এই ব্যাপারে হেল্প করতে পারবেন। খুব বিপদে আছি, কোন দিক থেকে ম্যানাজ করতে না পেরে এই পোষ্ট দেওয়া। প্লীজ হেল্প করেন।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




