দুর্দান্ত সাহসীকতায় বুক টান করে হেটে চলেছি আমার অচেনা রাস্তা ধরে।
মনের মাঝ খানটাতে আছে সাদা বিশাল আকাশ।
সেখানে নেই কোন সেওলা কিংকা সেতা পড়া দাগ।
সেখানে চাষ করবো আমি সুখের অশ্রুজ্বলে সযত্বে গড়া আমার কাদাওয়ালা জমির পাওনা বাগান।
বলবো বুক ফুলিয়ে পারবি তোরা?
হ্যা আমি পেরেছি, সাহসীকতাহীন বুকটান করে হেটে চলেছি আমার চেনা বস্ত্রহীন প্রখর রোদেলা শহরে। যেখানে আমার যত্বে আমরন বেচে থাকা কেক্টাসের বাগান।
যা রোপন করেছে আত্বার বিধবা একটি নারী।
এই বস্ত্রহীন আমি, এখন যত্ব নেই প্রখর রোদেলা শহরের দ্বায়ীত্বে নেওয়া কেক্টাস বাগান।
এখানে কোন অক্সিজেন নেই, নেই কোন কার্বন ডাই অক্সাইড।
অক্সিসেন? সেতো আমার এই বাগান, কার্বন ডাই অক্সাইড? সেতো আমি।
পানি, পানির উৎস একমাত্র আমার অশ্রুজ্বল।
আমাদের এই দু’জনের মধ্যে অবশিষ্ট্য কিছুই নেই।
তাই আমাকে সযত্বে খেয়াল রাখতে হয় এদের।
কারন ওদের আমাকে শাসন করতে হয় দুর্দান্ত দাপটে।
যেন ফোয়ারার কমতি না হয়।
২৫/১০/০৮ ইং
১২.০৬.৩৩ মিঃ
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১০ ভোর ৫:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




