আচ্ছা, আমরা আমাদের এই দেশটাকে খুউব ভালোবাসি, তাইনা?
উন্নত বিশ্বের সাদা চামড়াগুলো আমাদের দেখলে আতকে ওঠে।
রোগ-শোক-জরা-দুর্নীতিগ্রস্ত একটা দেশ।
বাংলাদেশ বললে ওরা দুই চোখে শুধু দারিদ্র -ঘূর্ণিঝড় আর জলোচ্ছাস দেখে। অথচ , এমন একটা দেশের নাগরিক হয়েও আমরা গর্ববোধ করি।
কারণ, আমরা এই ছোট্ট দেশটাকে জীবন দিয়ে ভালোবাসি।
কিন্তু, যারা এই দেশটার প্রতিনিধিত্ব করে তারা মনে হয় আমাদের মতো অতটা ভালোবাসেনা।
ওরা এই দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলতে ভালোবাসে; তাই না?
পাচ বছর করে এক একজন খেলে।
কিন্তু, যারা এই দেশটার জন্য জীবন দিয়েছিলো তারা কি ওদের কাছে এটা চেয়েছিলো?
ওরা কি তাদের স্বপ্ন টা পূরণ করার চেস্টা করে দেখেছে?
আমাদের মনে হয় না।।
দিনবদলের স্বপ্ন আমরা দেখেছি; চেয়েছিও মনপ্রাণে। কিন্ত, দিনবদল বাদ দিয়ে যদি নামবদল শুরু হয়ে যায় তবে স্বপ্ন দেখি কেমনে?
বিজয় সরণী থেকে যে হারে শুরু হয়েছে তাতে তো মনে হয় জিয়ার মাজার আর উদ্যান টাও কবে যেন বঙ্গবন্ধু হয়ে যায়....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




