গত রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে চারিদিক দৃষ্টি ফেলে তোমাকে খুজি
কিন্তু কোথাও তুমি নেই, থাকার কথাও নয়...
আজ বার বার তোমার কথা মনে পড়ছে
রাতেও ফোনে অনেকক্ষন কথা হয়েছে, তুমি কিছুটা অসুস্থ্।
অনেক ইচ্ছা জাগে তোমাকে দেখার
কিন্তু তারপরও নিয়তির নিষ্ঠুর জালে আটকে সেই পথ আপাতত বন্ধ
তাই তোমাকে দেখার ইচ্ছা বুকেই দাফন করি।
তুমি কেমন আছো, কতোদিন তোমার মায়া ভরা মুখ খানি দেখিনা
বড় দেখতে ইচ্ছা হয়, মনে হয় সব কিছু ফেলে ছুটে যাই তোমার কাছে,
মা--------- আমি তোমার হতভাগা সন্তান যে এই মুহুর্তে তোমাকে খুব মিস করছি।
অনেক সময় হয়তো তোমার মনে কষ্ট দেই কিন্তু ঠিক পরক্ষনেই আবার তোমার অজান্তে নিজে ব্যথিত হই।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



