ভালোলাগার যৌক্তিকতা আমার কাছে অস্পস্ট,
আমি দেখেছি যে,
আমার বেশিরভাগ ভালো লাগাগুলোই অন্যের কাছে অপছন্দনীয়।
সুন্দরের সামস্টিক একটি সরলীকৃত সংজ্ঞা আছে,
আমি কি তা মানতে প্রস্তুত নই?
আমার কাছে যা সুন্দর, তা কোন ঈশ্বরের অবৈধ বসবাস নয়।
অতএব আমাকে ছিটকে পড়তে হয়
অপর অথবা অপরাপরের তালিকায়।
অথচ অকারণ মুদ্রাদোষের মতো
ভালোলাগেনা এই কথাটা বলতে এত ভালোলাগে কেন?