উত্তরের জন্য প্রশ্নগাঁথা
তর্জনী উচিয়ে বলি, কতদিন তুমি?
আর কতবার এ নদীর নিঃশ্বাস চুরি করে স্বগত অস্বীকার?
ভেসে যায় দ্রোহের নৃপতি-
তার রোমহর্ষের সতীর্থ প্রজারা
তাকে তুলে এনে ফেলে যায় একা
নিরুদ্দিস্ট বন- কবরের সংশয়ে
সে বেঁচে ওঠে প্রেত-
হাতের পাঁচে উন্মেষ থেকে আকাশে
উড়িয়ে দেয় চাঁদ- মান্জাসূতায়
তার হাত কাটা গেলে গোত্তা খেয়ে
ঘোর লাগা সে রাতে আকাশ ডোবায় পঞ্চমী।
মৃতের কোন অন্ধতা নেই-জীবন দেখবে বলে রোজ
জিকিরের প্রতিটি দানায় নতুন শব্দ জপে
তাল তুলে নিরুপায় ফিরে আসে-
হোক কাটা হাত, তাকে কংকাল ভালোবাসে।
তর্জনী উচিয়ে বলি, এইবার !
আঙুলের ভাজে ট্রিগারের উল্লাস
কত মৃত্যু হলে বল তুমি হবে পরম স্থপতি?
শেষতক সংগতি বিকিয়ে পূর্ণতা তবে এই-
সহস্র প্রাপ্তির স্পৃহা
পাইনি কি আর হিসেবের কতশত ভুল?
একক শুন্যতা কতটা সংগীত? একা হলে
কে কাকে ডাকে ? কার ডাকে সাড়া!
এযাবৎ অর্ঘ্যের সঞ্চয় কতটুকু বিষ?
আর কতটা তৃষ্না বাকি?
প্রশ্ন কাকে বলে? প্রেম কি তার বিশ্বস্ত সংগিনী?
তর্জনী উচিয়ে বলি, বল তবে আমি কার খুনী?
ভেসে যায় মোহের নৃপতি আমিও জানিনি
.....................................................................................................
ইউসুফ বান্না, কবিবন্ধু। খুব বেশী কবিতা ছাপা হয়নি তার। সম্প্রতি তার কোন লেখা ছেপেছে এমনটাও চোখে পড়ে না। খুব বেশী দেখাও হয়না। তার কিছু কবিতা পড়ে বেশ লাগলো। তার ভেতর থেকে একটি কবিতা শেয়ার করলাম।