তুমি
তুমি স্বর্গ - আমি আশ্রয় খুঁজি তোমার বুকে
তুমি ফুল - জীবণের স্পন্দন পাই তোমায় শুঁকে
তুমি আকাশ - তোমার দিকে তাকিয়ে হই শান্ত।
তুমি বাতাস - বিজয়ের পথে তোমার কারণে হইনা কভু ক্ষান্ত
তুমি দিন - তুমি আমাকে দাও এগিয়ে যাবার প্রেরণা।
তুমি রাত্রি - তোমার বুকে শুয়ে ভুলে যাই সব যাতনা
তুমি রক্ত - তোমার শক্তিতে বিজয়ের পথে সদা চলি।
তুমি বসন্ত - তোমার পরশে ফোটে আমার ভালবাসার কলি
তুমি সুর্য - তোমার আলোতে পাই সঠিক পথের দিশা।
তুমি চাঁদ - তোমার উদয়ে কেটে যায় গভীর অমানিষা
তুমি আগুণ - তোমার উত্তাপে পাই ভালবাসার উষ্ণতা।
তুমি পানি - হৃদয়ের তৃষ্ণা মেটায় তোমার শীতলতা
তুমি নদী - তোমার সয়লাবে ধুয়ে যায় সব ব্যথা।
তুমি সাগর - আমার অবাধ্যতায় তোমার বিশালতা
তুমি মহাসাগর - তোমার ভালবাসার কূল কিনারা নাই।
তুমি সাইকোণ - তোমার অভিমানকে ভীষন ভয় পাই
তুমি শিশির - তোমার স্বচ্ছতায় সদা হই নির্মল।
তুমি বর্ষা - দুঃখ ভুলিয়ে দিতে তুমি প্রান সচ্ছল
তুমি পাখী - তোমার মিষ্টি গানে উড়ি সুখের বাগানে।
তুমি গান - তোমার পরশ বুলিয়ে যায় আমার ব্যকুল প্রানে
তুমি কবিতা - তুমি আমার অগোছালো জীবন করো ছন্দময়।
তুমি তরী - দুঃখ সাগর পার হই তোমার সাহারায়
তুমি মেঘবারি - আমার মনের কালিমা করেছো ধউতো।
তুমি পর্বত - তুমি আমাকে শান্তনা দাও অবিরত
তুমি ভোরের আলো - মৃত প্রানে জাগাও তুমি বাচার আশা।
তুমি সন্ধ্যাপ্রদীপ - আঁধার রাত্রিতে দাও আলোর দিশা
তুমি আমার নিঃশ্বাস বিশ্বাস জীবন মরণ যউবন।
তুমি আমার প্রেম ভালবাসা, বেচে থাকার স্পন্দন
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





