নদী আমার কানে কানে
বলে গেলো
একটি শব্দ।
সাধারণ কোন শব্দ নয় এটি,
শব্দটি আমার চোখের কোণে এনে দিলো,
সাত সাগরের জল,
আমার ভেতরে বয়ে চলে নদী ছলছল,
শব্দটি শুনে
পুবালী বায়ু এসে দোল খায় ,
আমার বাগানে,
হাসনেহেনা আর মাধবীলতার গায়।
চন্দ্রমল্লিকা আর অপরাজিতার মুখে,
পুরো পৃথিবীর হাসি আর আনন্দ।
একটি শব্দ,
আমায় একমুহুর্তে বানিয়ে দেয়,
এ ভুবনের সবচেয়ে সুখী মানুষ।
আমি এখন হেটে যেতে পারি,
কাঁটাযুক্ত সব পাহাড়,
সব বাধা পেরিয়ে পাড়ি দিতে পারি,
বিরহের তপ্ত মরুভুমি,
একটি শব্দ
আমার ইতিহাস বদলে দিয়ে গেলো,
আমার কানে ঢেলে দিয়ে গেলো,
একতারা, পিয়ানো, আর হারমোনিয়ামের সুর,
নদী বলে গেলো,
একটি শব্দ
আমি তোমায় ভালবাসি।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





