শাহবাগের এই আন্দোলন থেকে জাতীর সবচেয়ে বড় অর্জন কি বলে আপনি মনে করেন? আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমাদের সবচেয়ে বড় অর্জন একটি বিষয় নিয়ে মতৈক্যে পৌছাতে পারা।
এক মাসে আর কত ভয়াবহতা দেখব। ফেব্রুয়ারির শুরু থেকেই দেখছি। শহবাগ মুভমেন্ট, সারা দেশেই চলছে তারপরেও শাহবাগ মুভমেন্ট বলছি, থাবা বাবা ট্রাজেডি। আর কত?
প্রধানমন্ত্রী ব্লগার রাজিবের বাসায় গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দিয়ে এসেছেন। সংসদে শোক পালিত হয়েছে। সবাই জামায়াতের হরতাল প্রত্যক্ষ্যন করার কথা বলছেন।
প্রধান মন্ত্রীকে অন্য হত্যকান্ডের পর মৃত ব্যক্তির বাসায় গিয়ে পরিবারের সবাইকে সান্ত্বনা দিতে দেখিনি, সংসদে শোক তো আরো পরে। আমাদেরকেও অন্য দলের হরতাল বর্জন করতে আহবান জানাতে দেখিনি। আমারা সবাই আজ এক হয়েছি। এরকম না যে জামায়াত হরতাল দিলে দেশের অর্থনিতীর ক্ষতি হয় আর অ্ন্য কোন দলের হরতালে রেমিটেন্স বাড়ে। আমরা এক হয়ে সবই করতে পরি। আমরা সব দলের হরতাল বর্জন করতে পারি। আমরা প্রধানমন্ত্রীকেও বাধ্য করতে পারি ছাত্রলীগের হত্যাগুলোর বিচার নিশ্চিত করতে।
শাহবাগ থেকে আমাদের অর্জন যেই একতা তা কাজে লাগিয়ে দেশ থেকে সব নীতিবর্জিত কাজ থামিয়ে দিতে পারি। শাহবাগ থেকে ঘরে ফিরে আমাদের কাজ আরও বেশি। আমরা নেতা হতে চাইনা। আমাদের একতা দিয়ে দেশের নেতাদের স্বভাব বদলাতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



