এক. আমার লিখিতে ভাল লাগে না, তবে প্রতিক্রিয়াগ্রস্ত লেখা লিখিয়া থাকি, অর্থাৎ কিছু দেখিয়া ক্রোধান্বিত হইলে বা কারও পোষ্ট পড়িয়া ক্ষেপিলে লিখিয়া থাকি।
দুই. সায়েন্স ফিকশান অত্যন্ত পছন্দ করি, হউক তাহা পুস্তক অথবা চলচি্ত্র।
তিন. তথ্য-প্রযুক্তির সহিত গভীর সংশ্লীষ্টতা রহি্য়াছে। একখানি খেলা দেখাই, আপনারা যাহা কমেন্ট করিবেন তাহার রং বদলাইয়া যাইবে। পরীক্ষা করিয়া দেখুন।
চার. বাদলের দিন আমার বড়ই পছন্দ, ঐ দিনে ঘুরিতে বড়ই ইচ্ছা করে, এককালে বর্ষাকালে পিঠে ব্যাগে খাবার লইয়া ভিজিয়া ঘুরিতে বাহির হইতাম।
পাচ. বড়ই ভুলোমনা, প্রায়শই নানা জিনিশপত্র হারাইয়া ফেলি, পরে খুজিয়া পাই। মানবকে ক্ষমা করিতে পছন্দ করি।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



