বড়ই মজা লাগিতছে খেলা দেখিয়া ...
এক কলিকাতার বাবু আসিয়া বাঙালদেশ লইয়া কতক বলিলেন, আর তাহাতে আমাদিগের দেশপ্রেমের বন্যা বহিয়া গেল। তা, এইসকল বাঙালবাবুগণ কোথা ছিলেন যখন আমরা ভারতকে করিডোর দিতেছি, টিপাইমুখ বাধ লইয়া আমাদিগের মন্ত্রীগণ বলিয়া থাকেন উহারা আমাদিগের বড়ভাই, উহারা আমদিগের মঙলের জন্যই বাধ দিতেছেন, যখন প্রনববাবু জানাইলেন আমাদিগের ৮০ ভাজ লোকই ঠগ, বাটপার, যখন ভারতীয় গোয়েন্দাবাহিনী আমাদিগের পিন্টুসাহেব, তাপসবাবুর সহিত আতাত করিয়া সেনাবাহিনীকে খোড়া করিলেন।
যান যান আবার আগামিবার ভাল করিয়া নৌকার ছাপড় মারিয়া আসিয়েন, দাদারা বড়ই প্রীত হইবেন।
যাহা হউক ইহা আমার মুল বক্তব্য নহে। এক কলিকাতার বাবুর কথা শুনিয়া আপনারা সকল ভারতীয়দের গালি দিয়া নিজেদের বাঙালী নহে বাঙাল বলিয়া প্রতীয়মান করিয়েন না।
যদি সত্যই দেশপ্রেম থাকিয়া থাকে তাহা হইলে, আগামীবার কলম কিনিবার সময় চকচকে ভারতীয় জেল কলম না কিনিয়া দেশী ইকোনো কলমখানি কিনিয়েন, ষ্টার টিভিতে সিরিয়ালখানি না দেখিয়া বাংলাদেশের নাটকখানি দেখিয়েন। তাহা হইলে অন্তত হাজার হাজার কোটি টাকার বানিজ্যঘাটতি কিছুটা কমিবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



