প্রথমবারের মত বাংলাদেশে বড় আকারে আয়োজিত হতে যাচ্ছে ফুড ফটোগ্রাফি কনটেস্ট ।
পেটপূজারী এবং ঢাকার স্বনামধন্য রেস্টুরেন্ট “রয়্যাল বাফেট” এই কনটেস্টের মূল পৃষ্টপোষক।
আপনার তোলা যেকোনো খাবারের ছবি আপ দিয়ে জিতে নিতে পারেন এই পুরস্কার।
এইখানে http://bit.ly/18N99x2 গিয়ে ছবি আপলোড করুন.
নিয়মাবলীঃ
১। খাবারের ছবি প্রয়োজনীয় ইনফরমেশন সহকারে আপলোড করতে হবে।
২। ছবির সাইজ সর্বোচ্চ ১ মেগাবাইট এর মধ্যে হতে হবে।
৩। মোবাইল, ডিজিটাল ক্যামেরা, ট্যাবলেট বা ডিএসএলআর দিয়ে তোলা ছবি আপলোড করা যাবে।
৪। শুধুমাত্র নিজের তোলা ছবি প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবে। অন্যের তোলা কিংবা ইন্টানেট থেকে সংগৃহিত ছবি গ্রহনযোগ্য নয়।
৫। সর্বোচ্চ ‘লাইক’ প্রাপ্ত (২০ % ) এবং বিচারকদের দ্বারা (৮০%) নির্বাচিত ছবি বিজয়ী বলে ঘোষিত হবে।
৬। ১ম পুরষ্কার ২ জনের বাফেট লাঞ্চ + ৫০০০ টাকা ক্যাশ প্রাইজ।
২য় পুরষ্কার ২ জনের বাফেট লাঞ্চ + ৩০০০ টাকা ক্যাশ প্রাইজ।
৩য় পুরষ্কার ২ জনের বাফেট লাঞ্চ + ২০০০ টাকা ক্যাশ প্রাইজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




