সম্প্রতি আমরা সবাই শুনতে পাচ্ছি যে, চারি দিকে একটা প্রতিবাদ ধ্বনি উচ্চারিত হচ্ছে 'যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে'। হ্যাঁ, আমিও চাই যারা প্রকৃত ভাবে 'যুদ্ধ অপরাধী' তাদের বিচার হোক। কিন্তু কারা প্রকৃত অপরাধী তা কি এখনও কোনো আদালত চিহ্নিত করেছে?
আর শুধু বিচার চান কেনো? আমি তো চাই, প্রকৃত অপরাধীদের বিচার করে আদালতের রায় কার্যকর করা হোক।
আপনারা যারা এই বিচার দাবি করছেন তারা তো অনেক দেশ প্রেমিক তা বুঝতে আর কাহারও বাঁকি থাকছে না। কিন্তু আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে ! কারণ যাহারা দেশকে ভালোবাসে না, তারা তো কখনও দেশ প্রেমিক হতে পারে না!
একটা উদাহরন দেই তাহলে বুঝতে সহজ হবে... "আমার মা কে আমার বাবার কাছে বিয়ে দিতে কিছু মানুষ বিরোধিতা করেছিলো। কিন্তু আমার বাবা অনেক যুদ্ধ করে আমার মা কে জয় করে। এখন আমার মা এর উপর আমার বাবার পূর্ণ অধিকার আছে। কিন্তু আমার বাবা আমার মা কে কিভাবে সুখে শান্তিতে রাখবে, সে চিন্তা না করে বরং আমার মা এর উপর তিনি স্বাধীন ভাবে যত রকম অত্যাচার-নিপিড়ণ, অপরের কাছে অপমান, ইত্যাদি করছে। এখন বলুন, তাহলে কি আমার বাবা আমার মা কে প্রকৃত ভালোবাসে? কিন্তু আমি আমার মায়ের সন্তান, আমি আমার মা কে ভালোবাসি। আমি আমার মায়ের জন্য কিছু করতে চাই... বলুন আমার কি করা উচিত? আমি কি আমার মাকে যে বা যারা ক্ষতি করছে তাদের বিচার আগে চাইবো? নাকি যারা মাকে বিয়ে দিতে বাধা দিয়েছিলো তাদের বিচার আগে চাইবো? এখন বলুন, আমি যদি আমার মায়ের অত্যাচারির বিচার না চেয়ে ঐ অত্যাচারির সাথে গলা মিলিয়ে মায়ের বিয়েতে যারা বাঁধা দেয়েছিলো তাদের বিচার দাবি করি তাহলে আমি আমার মাকে কেমন ভালোবাসি? আগে তো আমার মাকে রক্ষা করতে হবে। আমি এখন তাদের কেই ভালো বলবো যারা আমার মাকে রক্ষা করতে চায়। আমি তাদেরই বিচার আগে চাইবো যারা আমার মাকে কষ্ট দিচ্ছে, তা নাহলে আমার উপর মায়ের অভিশাপ পড়বে।"
তাই আসুন আমরা সবাই মিলে আগে আমার মাকে রক্ষা করি... আমার দেশকে রক্ষা করি। যারা আমার মায়ের মতো আমার দেশকে অত্যাচার করছে, তাদের বিচার আগে চাই। যারা আমার দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিনত করছে এবং এখনও করতে চায়, আসুন আমরা তাদের বিরুদ্ধে রায় দেই, তাদেরকে প্রতিহত করি। যারা এই দেশকে একটি শুণ্য কলসে পরিনত করতে চায় তাদের বিচার আগে করি।
এখনও অনেক সময় আছে... আমি নিজেকে আগে একটু যাচাই করি, আসলেই কি আমি এই দেশকে ভালোবাসি? নাকি নিজের কোনো স্বার্থে দেশ প্রেমিকের বেশ ধরেছি?
যদি সত্যিই দেশকে ভালোবাসেন, তাহলে আসুন সবাই মিলে দূর্ণীতিবাজ, সন্ত্রাসি, চাঁদাবাজ, ঘুসখোর, কালোবাজারি ইত্যাদি যারা দেশের উন্নতিতে বাঁধা সৃষ্টি করে, জন জীবনের নিরাপত্তা নষ্ট করে, তাদের কে চিহ্নিত করে আইনের হাতে তুলে দেই এবং আইনি ভাবেই তদেরকে প্রতিহত করি। আর সকলেই আইন কে শ্রদ্ধা করতে শিখি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




