বাংলাদেশ ক্রিকেট দল! পরাজয় আর হতাশার অপর নাম। মাঝে মাঝেই আবার এই দলটা জ্বলে ওঠে। বিশ্ব ক্রিকেটে জন্ম দেয় নানা অঘটনের। একারনেই মনে হয় সবার ধারণা, অঘটন ঘটানোর লাইসেন্স শুধুমাত্র বাংলাদেশেরই আছে। বাংলাদেশ ছাড়াও অন্য দলগুলো যে অঘটনের জন্ম দিতে পারে তা কোন বাংলাদেশী মনে হয় মানতেই চায় না। আর সেই অঘটন যদি বাংলাদেশের বিরুদ্ধে হয় তবে তো কোন কথাই নেই। জাত গেল, মান গেল...................... বলে চিল্লাচিল্লি। "অমুকের পদত্যাগ চাই, তমুকের দুই গালে- জুতা মার তালে তালে........" শোনার সৌভাগ্য হয় আমাদের।
বাংলাদেশ ক্রিকেট দল ভাল খেলে বড় কোন দলকে হাড়ালে সেটা হয় বাংলাদেশের ভাল খেলা। কাউকে কোনদিন বলতে শুনি নাই, বড় দলটা খারাপ খেলেছে তাই বাংলাদেশ জিতেছে। কিন্তু বাংলাদেশ হাড়লেই বলা হয় বাংলাদেশ খারাপ খেলেছে, তাই হেড়েছে। অন্য দলটার ভাল খেলার যোগ্যতাই যেন নাই। বাংলাদেশের খারাপ করাই যেন তাদের জয়ের একমাত্র কারন।
আমাদের স্বভাবটা কত অদ্ভুত! বাংলাদেশ দল জিতলেই আমরা সংবর্ধনা দেই। আর হাড়লে দেই গালি। আমরা শুধু জয়ীদের সাথে থাকতে চাই। পারজিতদের পাশে দাড়িয়ে আশার বানী শোনানোর বদলে আমরা কানের কাছে গিয়ে ভুয়া ভুয়া বলে চিল্লাই। আমরা ভুলে যাই, এরাই আমাদের সেরা খেলোয়ার। মিডল অর্ডারে রাকিবুলের মত স্লো ব্যাটসম্যানের বিকল্প খেলোয়ার খুঁজে পাই না, অথচ আশরাফুলের পদত্যাগ চাই। বাংলাদেশ ক্রিকেট দলে ভাল কিছু করার ক্ষমতা থাকাও যেন পাপ।
আমরা বার বার ভুলে যাই, এই ক্রিকেটাররা ভাড়া করা খেলোয়ার না। আমাদের দেশেরই ছেলে। দেশের জন্য আমাদের যদি টান অনুভব করার কারন থাকে তবে ওদের ও আছে। তারপরও খোলোয়ারদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলি। কিন্তু কোনদিন চেষ্টা করি না, নিজে একজন ভাল খেলোয়ার হয়ে, দেশের জন্য কিছু করি। তা করব কেন? আমরা সবাই তো জানি, মাঠে দাড়িয়ে খেলা আর বাইরে দাড়িয়ে সমালোচনার মধ্যে কোনটা সহজ। আমরা সহজ কাজে ওস্তাদ, কঠিন কাজ কেন করব?
বি:দ্র: আয়ারল্যান্ডের সাথে আজকের ম্যাচ হাড়ার পর চোখ মুছতে মুছতে আমিও গালী দিয়েছিলাম। তার পরও বলব, পরাজয়ের কষ্ট যেমন আমরা উপলব্ধি করছি তেমন-ই ওরা ও করছে। সুতরাং জুতা না ছুড়ে পাশে দাড়ান। আমাদের খেলোয়ারদের এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা না হতে পারলেন, দয়া করে গালী দিয়েন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


