ই-এডুকেশন নামে যদি ব্যাপার টিকে অভিহিত করা হয় তবে বোধ করি ভূল হবেনা, এবং বিষয়টি সরাসরি সরকারের সফলতার সাথে সরাসরি সম্পর্কিত হবে।
ধন্যবাদ জানাই মাননীয় শিক্ষামন্ত্রী নাহিদ সাহেব, এবং এর সাথে সম্পর্কিত সকল ব্যক্তিকে ।
স্বাধীনতার পর বাংলাদেশের শিক্ষাখাত সবচাইতে বেশি কৃতজ্ঞ বর্তমান সরকারের কাছে, কেননা এপর্যন্ত আমাদের দেশে প্রবর্তিত শিক্ষানীতি সমূহের মধ্যে নতুন প্রবর্তিত নীতিটিই সবচেয়ে আধুনিক এবং আমরা দৃঢ় বিশ্বাস করি এই নীতি অন্তত এমন ১ শতাংশ শিক্ষিতের উদ্ভব করবে না যারা একাই দূর্নীতি করে দেশকে পাঁচ, পাঁচ বার ১ নম্বরে নিয়ে আসবেন ।
বর্তমান সরকারই এই প্রথম, দেশের প্রথম শ্রেনী থেকে দশম শ্রেনীর সমস্ত পাঠ্যবই সময়মত শিক্ষার্থীদের হাতে পৌছিয়েছে এবং ই-বুক আকারে এনসিটিবির ওয়েব ঠিকানায় সংয়োজন করেছে-
এনসিটিবির ওয়েব ঠিকানা
এখান থেকে বিনামূল্যে যে কেউ ই বই নামিয়ে নিতে পারেন।
আমি মনে করি যারা 'দিন বদল' ও 'ডিজিটাল বাংলাদেশ' শব্দ দুটির অর্থ জানেন না বা সমালোচনা করেন বা শব্দগুলো শুনলেই বিরক্ত হয়ে উঠেন তাদেরকে বলব- এই কাজ গুলো লক্ষ্ করুন, আর সমালোচনা করার আগে নিজে কিছু করুন। দেশটাকে একটু বেশি ভালোবাসুন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




