খুব ভোরে সূর্যদেবের ঘুম ভাঙার পূর্বে ঈশ্বরবন্দনা;
সারাটা সকাল রাবীন্দ্রিক ধ্যানে মগ্নতা
কিম্বা রক এন রোল
কিম্বা বাউলিয়ানা।
দুপুর জুড়ে নিউটন ডারউইন অথবা গণিতের অসীম রাশিতত্ত্বে হিমশিম কলেজে।
বিকেলে বন্ধুদের উত্তপ্ত আড্ডায় কখনো দর্শন
কখনো ডান আর বামের প্যাঁচাল
কখনো শেয়ার বাজার
কখনো বিটোভেনের সপ্তম সিম্ফোনী
কখনো পিকাসো ও দ্য ভিঞ্চি
কখনো কোন লুপ্ত সভ্যতার পোস্টমর্টেম
কখনোবা নারী প্রসঙ্গ।
সন্ধ্যা জুড়ে পারিবারিক আড্ডা এবং
জাগতিক সৌজন্য রক্ষায় ব্যস্ত সময়;
এরপরেই টেলিভিশন নয়তো বুকশেল্ফে ক্লান্ত চোখ মেলা
এবং রাত্রি জুড়ে শুধু তুমি ও আমার কবিতা
শুধু তুমি ও আমার কবিতা...
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




