আপু আপনার নাম কি ?? প্রশ্ন টা কি খুব কঠীন ছিল ??- - ১
Click This Link
এরপর ,
আমি পারি নাহ তোদের মত মানুষের সাথে ঐভাবে কথা বলতে , বলে বাসায় চলে আসলাম । অনেকদিন পর বাসায় আসার আনন্দে অনেক কিছু ভুলে গেলাম । আবার ও ছুটি শেষ , চলে গেলাম যথারীতি । হঠাত একদিন আবার ও সেই বন্ধুরা মিলেই বাস স্টেশন এ দাঁড়ান । দেখি একজন সুন্দরী মেয়ে রিকশা দিয়ে নামল । আরে মেয়েটা কে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে !! আরে এই ত সেই আপু টা , আমার পাশে বসে গিয়েছিল । যার নাম টা জানার ইচ্ছে এখন ও মাঝে মাঝে মনের মধ্যে উকি দেয় । রিকশা থেকে নেমেই আমার দিক এ তাকাল । আমি তো তার দিক এ তাকিয়ে ই ছিলাম । আমার দিকে তাকিয়ে হেসে দিল কেন জানি । বুঝলাম নাহ । হয়ত মনে মনে ভাবছিল এই সেই বলদ ছেলেটি , যার পাশে বসে সে ৮ ঘন্টার এক নিস্তব্ধ বাস ভ্রমন করেছিল । কেন যেন মনে হল যে আজ ও উনি আমাদের বাস এই যাবেন । আমি আজ কথা বলবই । কিন্তু আজ তো আর পাশে বসবে নাহ । আজ তো আমার পাশে আমার এক বন্ধুর ই সিট ।
কিন্তু কি হল !! উনি দেখি রিকশা থেকে নেমেই তাড়াতাড়ি পাশে থেকে বাস এ উঠে পড়ল । আমাদের বাস তো এখনও আসেই নাই । এ কি হল !! উনি তো তাহলে আজ আমাদের বাস এ যাবেন ই নাহ । অনেক আশার তরি অচিরেই ডুবে গেল । আমাদের বাস এসে গেল । যতক্ষন উনার বাস না ছাড়ল আমি জানালা দিয়ে তাকিয়ে ছিলাম ।
বাস যখন চলতে সুরু করল তখন মনে হল কি যেন ছুটে গেল । কোলাহলের মাঝে এক নিস্তব্ধতা নেমে এল । ২ ঘণ্টা পর আরিচা ঘাট এ এসে পৌছালাম । বাস থেকে নামলাম সবাই । আমি ওদের রেখে একটু অন্য দিক এ গেলাম । হঠাত চোখ পড়ল একটা বাস এর দিক এ । বাস থেকে কেউ নামছে । আমি একটু সামনে যেতেই দেখি সেই ... সেই আপু টা যে। এইবার এগিয়ে গেলাম । গিয়ে এক কোণে দাঁড়ালাম । আপু দেখি আগের দিন এর মতই চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে নদী দেখছে । আমি হঠাত পাশে দাঁড়ালাম । বললাম , ''আপু কি দেখছেন ? '' পিছন দিকে না ফিরেই উত্তর দিল , " কিছু নাহ " । এরপর যখন পিছনে ফিরল তখন আবার হেসে দিল । বুঝল নাহ যে উনি হাসলে আমার চারিদিক আধার হয়ে যায় ।
বলল , ''আরে আপনি । কথা বলেন তাহলে মানুষের সাথে । " বলে আরও একটু হাসল।
আমি বললাম , " হ্যাঁ বলি । কেমন আছেন ?"
বলল , " আছি কোনরকম , আপনি কেমন আছেন ?? বুয়েট কি আবার ছুটি দিল ?? "
আমি বললাম , " হ্যাঁ আবার ও ছুটি । কিন্তু আপনি কেমন করে বুঝলেন যে আমি বুয়েট এ পড়ি ??"
বলল , " আপনি তো আমার সাথে কথা বললেন নাহ কোন আগের দিন । তাই বাধ্য হয়ে আপনাদের আলাপ শুনছিলাম আগের দিন বসে বসে । "
আমি আসলে লজ্জিত হলাম একটু। বললাম , '' আসলে আমি বুঝতে পারছিলাম নাহ যে আপনাকে বিরক্ত করাটা ঠিক হবে কিনা । তাই আর কি । "
বলল, " কি যে বলেন । একা একা ই যাই ভার্সিটি ছুটি হলে । আপনি তো কত মজা করেন বন্ধুদের সাথে । আমি একাই । "
আমি চমকে বললাম , " কোন ভার্সিটি তে পড়েন আপনি ?? "
বলল , " ঢাকা ভার্সিটি , economics প্রথম বর্ষ । "
আমি বললাম , '' তাহলে তো আমি আর আপনি একই বর্ষের । আমার ও তো প্রথম বর্ষ শেষ হল । তাহলে আপনাকে তুমি করেই বললাম । "
বলল , " আচ্ছা বল "
এর মধ্যে দেখি ফেরি চলে আসল । " আচ্ছা ফেরি এসে গেল প্রায় । বাস এ ওঠা দরকার " সে বলল ।
আমি বললাম , " হ্যাঁ, আচ্ছা । কথা বলে ভাল লাগল । "
অন্য দিক ফিরে চলে যাবেই এমন সময় ডাক দিলাম " এই , একটু দাড়াও ।'' সে ফিরে দাঁড়াল ।
''কিছু বলবে ??'' ......
" তোমার ফোন নাম্বার টা দেওয়া যাবে ?? ঢাকা তে গেলে আমি যদি ঘুরতে যাই DU এর দিকে তাহলে ফোন দিব কোন একদিন । "
"আচ্ছা নাও । ০১৮১২............ ''
"আরে বাস ছেড়ে দিচ্ছে আমি যাই । " বলে চলে গেলাম । যাওয়ার সময় খালি ফিরে তাকিয়ে বলে গেলাম " ধন্যবাদ , নাম্বার টার জন্য "
সে একটু হাসল । তবে কি যেন বলতে চাইল বুঝতে পারলাম নাহ । বাস এ উঠে গেলাম । যখন নাম্বার টা save করতে যাব , ঠিক তখনই আবার মনে পড়ল ।উফফ আমি তো নাম টাই জিজ্ঞাসা করতে ভুলে গেছি । হায় হায় । আবার ও সেই একই ভুল !!
এখন কি করি , বাস তো ছেড়ে দিছে । হয়ত আমার দিকে তাকিয়ে সে ঐটাই জিজ্ঞাসা করতে চেয়েছিল । "ধুর ,আমি একটা গাধা " । পাশে বসে থাকা বন্ধু বলল কিরে , কি হল তোর ? আর এতক্ষন কই ছিলি ??
আমি বললাম , " তোদের ই খুজছিলাম রে , পাইনি "
নাম্বার টা সেভ করলাম " অচেনা" নাম দিয়ে ।
বাসায় চলে গেলাম ।কখনও ফোন দেওয়া হইনি ।
হঠাত একদিন হল এর বারান্দায় দাঁড়িয়ে মোবাইল এর নাম্বার গুলো দেখছিলাম । চোখে পড়ল "অচেনা'' নাম টা । কি যে মনে হল । dial এ একটা ক্লিক করলাম । রাত তখন ১২ টা । হঠাত ফোন ধরল একটি কোমল কন্ঠ । বলল । " হ্যালো , কে বলছেন ?? "
আমি বললাম , " চিনবেন নাহ , তবে চাইলে চিন্তেও পারেন "
রেগে গিয়ে বলল , " আপনি এত রাত এ কেন ফোন করছেন ?? কে আপনি ?? "
আমি তো কি বলব ভেবে পারছি নাহ ।সুধু বললাম, '' তোমার নাম টা জিজ্ঞাসা করতে সেদিন ও ভুলে গিয়েছিলাম "
কিছুক্ষন চুপ করে থেকে উত্তর দিল , " ওহ তুমি !! তোমার যা কান্ড । আগের দিন পিছন থেকে কত ডাকলাম । তাকালেও নাহ । তোমার নামটাই জিজ্ঞাসা করা হল নাহ । আর তোমার নাম্বার আমাকে না দিয়েই চলে গেলে । আমার নাম্বার কি নাম এ সেভ করছিলে ? "
বললাম , " অচেনা ''
" হি হি " একটু হাসির আওয়াজ শুনতে পেলাম । তারপর বলল , " তোমার নাম কি ? "
আমি বললাম , " আমার নাম শুভ , তোমার নাম কি ?"
হাসতে হাসতে বলল, " অচেনা "
আমি বললাম , " ফাজলামি করতেছ কেন ? ওটা তো আমি এমনি এ দিলাম । আসল নাম কি ?"
বলল , " তোমার দেওয়া নামটাই তোমার জন্য রেখে দিলাম নাহয় "
"আচ্ছা কি আর করার , মেনে নিলাম । তারপর , কেমন আছ ? বিরক্ত করলাম এত রাত এ ফোন দিলাম । "
''নাহ অতটা বিরক্ত ও হইনি , আসলে কাজ পাচ্ছিলাম নাহ । পড়াশুনা করতেও ইচ্ছা করছে নাহ । তুমি ফোন দিলে , ভাল হল । কথা বলার লোক পেলাম । "
...........................
এইভাবে কথা হল কিছুদিন । হঠাত একদিন বললাম , " আজ বিকাল এ TSC এর দিক এ যাব । আসবে নাকি ?? একসাথে বসে চা খেলাম নাহয় । '' রাজি হয়ে গেল । দেখা হল , কথা হল । কিছুদিন এভাবে যাওয়ার পর একদিন মনে হল তার সাথে কথা না বললে আমার দিন যায় নাহ , তার সাথে দেখা না করলে কেমন যেন লাগে , মনে হয় আমি তাকে ভালবেসে ফেলেছি । কিন্তু সে তো আমার বন্ধু , ও ব্যাপের টা কেমন ভাবে নিবে ?? ওর সাথে আজকাল কথা বলতেও যেন কেমন লাগে । বোঝার চেষ্টা করি যে সে কি একটু হলেও আমাকে পছন্দ করে ??
অনেকদিন পর ওকে জিজ্ঞাসা করলাম , আসলে তোমার বাসা কি যশোর ?? বলল , '' নাহ । খুলনা।''
আমি বললাম , '' তবে প্রথম দিন যে যশোর নেমেছিলে ?? "
''ঐদিন একটা বান্ধবির বাসায় যাওয়ার কথা ছিল । ওর বাসা যশোর । পরের দিন বাসায় গেছিলাম । "
" আরে , আগে বলব নাহ যে তোমার বাসা খুলনা , আমার বাসা ও তো খুলনা "
"কিভাবে বলি বল , জিবনে কোন প্রশ্ন পুরাপুরি করছ তুমি ??" একটু রেগে গিয়ে ই বলল কেমন যেন ।
আমি বললাম , " আসলেই । মনে থাকে নাহ । "
............... অনেকদিন পর একদিন দেখা হল আবার TSC তেই । ঘুরতে আসলাম ২ জনই । সেদিন কথার ফাকে ওকে বললাম যে আমার একটা মেয়েকে পছন্দ হইছে । শুনে সে কিছুক্ষন আমার দিক এ তাকিয়ে রইল । কিছুই হইনি এমন একটা ভাব নিয়ে হঠাত বলল ," তাই নাকি ?? কি নাম তার ??? কই থাকে ??? কথায় পড়ে ?? আমাকে দেখাবে নাহ ??"
আমি বললাম , '' এত ব্যস্ত হচ্ছ কেন ?? তারে দেখলে তুমি নিজের নাম ভুলে যাবে "
"কেন ??? এতই সুন্দরী সে ?? এখনই বলে ফেল , কে সে ? আজ তার নাম পরিচয় না জেনে আমি যাচ্ছি নাহ "
ওর এইসব আবদার এর সামনে আমার নিজের না বলা কথা গুলো কে গোপন রাখার ইচ্ছাটা কোথায় যেন হারিয়ে যায় , নিতান্তই তুচ্ছ মনে হয় । আমি বললাম , '' অন্য একদিন বলব "। কিন্তু সে তো শুনবেই নাহ । আজই বলতে হবে ।
মনের উপর পাথর চাপা দিয়ে বলে দিলাম , " আমি তোমাকেই পছন্দ করি । আর কিছু শোনার আছে ?? " বলে ওর দিক এ তাকিয়ে থাকলাম , দেখলাম ওর বাচ্চাদের মত আবদার করা মুখ খানা কেমন ফ্যাকাসে হয়ে গেল । কিছুক্ষন এর মধ্যে লজ্জায় ঢাকা এক উষ্ণ হাসি দেখা গেল ।
অনেক্ষন চুপ করে থেকে উত্তর দিল , " সত্যি ? নাকি ঠাট্টা করছো ?? তোমার ঠাট্টা করা স্বভাব গেল নাহ । " বলছে এগুলো ঠিকই কিন্তু তার চেহারায় এক অন্য কথা ।
আমি বললাম , '' জানই তো একটু সরাসরিই বলি আর মিথ্যা কি বলছি কখনও তোমার সাথে ?? উত্তরটা কি দিবা তাড়াতাড়ি দিয়া দাও । কাল sessional এর কাজ পড়ে আছে । করতে হবে "
রাগ করে উঠে চলে গেল । খালি যাওয়ার সময় বলে গেল , " গাধা তুমি তোমার sessional নিয়েই থাকো ।"
কিছু বুঝে ওঠার আগেই আমার কি যে হল , আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম ও চলে গেল রিকশা নিয়ে । আমি কোন অনুভুতিহীন মন নিয়ে হল এ ফিরে এলাম । কোন কাজ হল নাহ। কাল sessional এর কাজ মনে হয় জমা দেওয়া হল নাহ।
রাত ১২ টার দিক এ হঠাত ফোন বেজে ঊটল। দেখি যে ও ফোন দিছে ।
আমি ফোন ধরতেই বলল , " ঐ গাধা , sessional এর কাজ শেষ ??"
আমি বললাম , '' ওটা মনে হয় কাল জমা দেওয়া হবে নাহ , মন ভাল নেই , কাজ হচ্ছে নাহ । "
শুনে রেগে গিয়ে বলল , " ঐ , কাজ হচ্ছে নাহ মানে ?? কেন ?? কি হইসে ?? ''
আমি বললাম , " সব দোষ তোমার । ওইভাবে চলে গেলে কেন ?? উত্তর ও দিলে নাহ কোন । "
খালি বলল , '' এই জন্যই তো তোমারে আমি গাধা বলি । আমি কি তোমাকে ঐখানে দাঁড়িয়ে চিল্লায় চিল্লায় বলব যে আমি তোমাকে ভালবাসি ?? '' বলেই ফোন টা কেটে দিল ।
আমি ফোন দিলাম কিন্তু না ধরে একটা মেসেজ দিল , " উত্তর টা হ্যাঁ , আমিও তোমাকে পছন্দ করি । আর ফোনটা রেখে দিলাম কারন এখন খুশি তে তোমার আমার সাথে সারারাত কথা বলতে মন চাইবে , তার চেয়ে খুশি কাল একসাথে পালন করব , তুমি sessional এর কাজ শেষ করো , আমার ও কাল class test আছে । "
ওটা পড়ে আমি তো নাই হয়ে গেলাম । আমার চেয়ে খুশি মানুষ আর কেউ আছে বলে মনে হচ্ছিল নাহ আমার কাছে । ঐদিন এর আনন্দটা অতুলনীয় ।
........................৪ বছর পর
আজ আমাদের বিয়ে হল । আজ ওকে ততটাই সুন্দর লাগছে যতটা ওকে প্রথম যেদিন বাস স্টেশন এ দেখেছিলাম আর আপু ভেবে কথা বলেছিলাম নাহ পুরো ৮ ঘণ্টার একটা পথ । পুরো বাসর রাত আমরা একজন আর একজন এর দিক এ তাকিয়ে থাকলাম সুধু ম জীবনের সব কথা যেন শেষ হয়ে গেছে । কখন ঘুমিয়ে গেছি ২ জন নিজেও জানিনা ।
সকাল হতে না হতেই একটা ফোন বাজার আওয়াজ । আরে , এইদিন ও এত সকাল এ কে ফোন দিল ?? সবাই তো যানে যে আজ আমার বিয়ে । ফোনটা ধরতেই একটা কর্কশ আওয়াজ শুনতে পেলাম । চিল্লায় চিল্লায় বলতেছে ," ঐ হারামজাদা , কয়টা বাজে দেকছিস ?? "
আমি বললাম ,'' কে রে ভাই তুই ?? এত সকাল এ ফোন দিয়া গালি দিচ্ছিশ ?? "
আবার ও চিল্লায় বলল , " আমি জিকো , আমি জানতাম তুই এখনও ঘুমাবি । সারা রাত anime দেখসিস আর তাশ পিটাইসিশ।সকাল এ ঘুম ভাঙবে কেমনে ?? ওঠ তাড়াতাড়ি । বাস ১ ঘন্টা পর ছাড়বে , খুলনা যাওয়া লাগবে নাহ ?? এতদিন পর যাচ্ছি । প্রথম চেমিশটার শেষ করলুম বুয়েট লাইফ এর । হা হা হা''
কথা শুনে লাফ দিয়ে উঠলাম । হঠাত চোখ মুছতে মুছতে চারিদিক এ তাকিয়ে দেখি আমি আহসানুল্লাহ হল এর ৪১৫ নাম্বার রুম এ ঘুমিয়ে ছিলাম এতক্ষণ । তার মানে আমার রম এ । তাহলে এতক্ষন কি হল ??? হায়রে , সপ্ন দেখলাম নাকি রে ???
হঠাত ফোন কানে নিয়ে বললাম , "ঐ তোরা দাড়া , আমি আসতেসি , আমার ব্যাগ গোছানই আছে ।"
এরপর ডান হাত দিয়ে মাথা চুল্কাতে চুল্কাতে ভাবলাম , হায় এ কি হল ?? ৪ ঘণ্টার ঘুম এ আমি এক রমনির সাথে দেখা করলাম , প্রেম করলাম , বিয়ে ও করে ফেললাম ............!!! ৪ ঘন্টায় ৬ বছর পার করে দিলাম !!!
কিন্তু হঠাত একটা কথাও মনে হল , " যাকে আমি অচেনা নাম দিয়েছিলাম , তার আসল নামটাই তো জানা হল নাহ !!!! "
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




