somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক বিলিয়ন ডলার দান: আমাদের মেডিকেল অ্যালামনাই কোথায়?

৩০ শে জুন, ২০২৫ সকাল ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের ডাক্তারদেরও আয় অনেক — এটা নতুন কোনো তথ্য নয়, বরং একটা প্রতিষ্ঠিত সত্য। চিকিৎসা পেশাটি দেশে শুধু সম্মানজনক নয়, বরং আয়ের দিক থেকেও অন্যতম শীর্ষে। এর একটি বড় কারণ হলো, বেশিরভাগ ডাক্তার এখনো ভিজিট ফি নগদে নেন। ফলে তাদের প্রকৃত আয়ের বিপরীতে কর প্রদানের বিষয়টি প্রশ্নবিদ্ধ রয়ে যায়। কর না দিলে হাতে যে অর্থ বেশি থেকে যায়, তা প্রকৃত করদাতাদের তুলনায় অনেক সময় বেশি হয়। সব মিলিয়ে বলা যায় — বাংলাদেশে ডাক্তারদের আয়ের সুযোগ তুলনামূলকভাবে অনেক বেশি।



এই কথাগুলো বলার পেছনে কারণ একটি ছবি ও সংবাদ, যা সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত হয়েছে। ছবিগুলো ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি ছাত্রাবাসের। হলটির মূল ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীরা সরতে বাধ্য হয়েছেন পাশের ভবনে।

দেশের শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানের এমন করুণ চিত্র না দেখলে বিশ্বাস করা কঠিন। দেয়ালের পলেস্তরা খসে পড়ছে, বাথরুমে পোকামাকড়ের উপদ্রব, জানালায় মরিচা আর শোবার ঘরে নেই ন্যূনতম নিরাপত্তা — সব মিলিয়ে এক নির্মম বাস্তবতা।

ঢাকা মেডিকেলে ভর্তি হওয়াই যেমন কঠিন, এখান থেকে পাশ করাও তেমনি পরিশ্রমসাধ্য। চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনা মানেই বছরের পর বছর একনিষ্ঠ অধ্যয়ন, সীমাহীন ধৈর্য ও প্রখর স্মৃতিশক্তির পরীক্ষা। আমি নিজে প্রকৌশলের শিক্ষার্থী হিসেবে বলতে পারি, চিকিৎসাশাস্ত্রে পড়াশোনার চাপ আরও কঠিন ও দীর্ঘস্থায়ী।

তাই প্রশ্ন জাগে — দেশের সেরা মেধাবীরা যেখান থেকে ডাক্তার হয়ে বেরিয়ে আসছেন, সেই প্রতিষ্ঠানের আবাসনের অবস্থা এত শোচনীয় কেন? এত বছরের অ্যালামনাইদের কেউ তো কোটিপতি হয়েছেন, কেউ কেউ বিদেশে পিএইচডি করেছেন, অনেকে আবার সরকারি-বেসরকারি হাসপাতালের পরিচালক। তাহলে তারা কোথায়?

ঢাকা মেডিকেলের কোনো প্রাক্তন ছাত্র সমিতি কি নেই? থাকলে তারা কী করছে? তাদের কি কোনো দায় নেই বর্তমান ছাত্রদের ন্যূনতম আবাসন নিশ্চিত করার জন্য সহায়তা করার? নাকি আমরা ধরে নিয়েছি — সব দায়িত্ব সরকারের?

এই প্রসঙ্গে মনে পড়ে ২০২৪ সালের ফেব্রুয়ারির এক অবিস্মরণীয় ঘটনা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের একজন সাবেক অধ্যাপক ও ট্রাস্টি রুথ গোটেসম্যান — তার প্রয়াত স্বামীর রেখে যাওয়া বার্কশায়ার হ্যাথাওয়ের শেয়ারের একটি অংশ বিক্রি করে প্রতিষ্ঠানটিকে অনুদান দেন ১ বিলিয়ন মার্কিন ডলার।

এই বিশাল অনুদানের ফলে কলেজটি ঘোষণা দেয় — এখন থেকে তাদের সব মেডিকেল শিক্ষার্থীর টিউশন ফি আজীবনের জন্য মওকুফ। এটি শুধু যুক্তরাষ্ট্রেই নয়, গোটা বিশ্বে শিক্ষাক্ষেত্রে এক দৃষ্টান্ত। কারণ এই দান কেবল অর্থদানের মধ্যে সীমিত নয় — এটা একটি প্রজন্মকে ঋণমুক্ত করে মানবসেবার পথে মনোযোগী হওয়ার সুযোগ সৃষ্টি করেছে।

বাংলাদেশেও অনেক বড় শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন ক্লাব ও সংগঠন গড়েছেন। যেমন নটর ডেম কলেজের অ্যালামনাই ক্লাব রয়েছে, যেখানে সদস্য হতে হলে দিতে হয় মোটা অঙ্কের ফি। বন্যা, দুর্ঘটনা কিংবা অসুস্থতার সময় এসব সংগঠনের দান-খয়রাতের খবর আমরা মাঝেমধ্যে দেখি।

কিন্তু প্রশ্ন হলো — কয়টা সংবাদের শিরোনাম হয়েছে এই বলে যে, কোনো অ্যালামনাই সংগঠন তাদের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে একটি আধুনিক গ্রন্থাগার তৈরি করেছে? কয়টা ছাত্রাবাস বা গবেষণাগার প্রতিষ্ঠিত হয়েছে প্রাক্তনদের অর্থায়নে?

এটা কি আমাদের সাংস্কৃতিক সংকট? নাকি আমরা একবার প্রতিষ্ঠান পেরোলেই ভুলে যাই — কোথা থেকে এসেছিলাম?

ঢাকা মেডিকেলের মতো একটি প্রতিষ্ঠান — যেটি দেশের স্বাস্থ্যব্যবস্থার প্রাণকেন্দ্র, তার ছাত্রাবাস যদি নিজেই অসুস্থ অবস্থায় পড়ে থাকে, তাহলে সেটা আমাদের জাতিগত অবহেলার চিত্রকে স্পষ্ট করে?

যেখানে চিকিৎসা শেখানো হয়, সেখানে ন্যূনতম স্বাস্থ্যকর পরিবেশটুকুও নেই — এটা যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখে থুতু দেওয়ার মতো।

এই চিত্র বদলাতে কোটি টাকা নয়, দরকার কিছুটা ঔদার্য্য ও সংবেদনশীলতা, খানিকটা দায়িত্ববোধ। যারা এই প্রতিষ্ঠান থেকে ডাক্তার হয়ে বের হয়েছেন — তাদের অনেকেই আজ অর্থে, ক্ষমতায়, প্রভাব-প্রতিপত্তিতে প্রতিষ্ঠিত। তারা যদি একটু ফিরে তাকান, তাহলে পোকায় ভরা বাথরুম, মরিচাধরা জানালা, আর ধসে পড়া পলেস্তরার নিচে আরেকটি প্রজন্মকে ন্যূনতম মর্যাদায় বাঁচার সুযোগ করে দেওয়া সম্ভব।

একটি দেশ শুধু বাজেট দিয়ে চলে না। রাষ্ট্রের দৌড় যেখানে থেমে যায়, সেখান থেকেই শুরু হওয়া উচিত নাগরিক দায়িত্বের।

অ্যালবার্ট আইনস্টাইন কলেজের সেই ১ বিলিয়ন ডলারের অনুদান আমাদের কেবল ঈর্ষার খোরাকই নয়, আত্মজিজ্ঞাসায় হাতুড়ির বাড়ি হতে পারে।

আমরা কী পারিনি, নাকি চেষ্টাই করিনি? নাকি আমরা অতীতের সিঁড়ি বেয়ে ওপরে উঠেই নিচের ধাপগুলো ভুলে গেছি?

Published : 29 Jun 2025, 08:23 PM Updated : 29 Jun 2025, 10:04 PM
on bdnews24.com view this link
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২৫ সকাল ৮:১০
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে কোন প্রজন্ম সবচেয়ে দুর্নীতিগ্রস্ত? ১৯৭১ থেকে একটি সংক্ষিপ্ত ভাবনা

লিখেছেন মুনতাসির, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৪৩

বাংলাদেশে দুর্নীতির প্রশ্নটি প্রায়ই ব্যক্তি বা দলের দিকে ছুড়ে দেওয়া হয়। কিন্তু একটু গভীরে গেলে দেখা যায়, এটি অনেক বেশি প্রজন্মভিত্তিক রাজনৈতিক - অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে যুক্ত। ১৯৭১ এর পর... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর মত শিম্পাঞ্জিদের পোস্টে আটকে থাকবেন নাকি মাথাটা খাটাবেন?

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৭



আমাদের ব্রেইন বা মস্তিষ্ক কিভাবে কাজ করে লেখাটি সে বিষয়ে। এখানে এক শিম্পাঞ্জির কথা উদাহরণ হিসেবে টেনেছি মাত্র।

ধরুন ব্লগে ঢুকে আপনি দেখলেন, আপনার পোস্টে মন্তব্যকারীর নামের মধ্যে "জেন একাত্তর" ওরফে... ...বাকিটুকু পড়ুন

ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টি দিল্লী থেকে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১৫


((গত ১১ ডিসেম্বর ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টির ইতিবৃত্ত ১ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা নাকি ব্লগ রুলসের ধারা ৩ঘ. violation হয়েছে। ধারা ৩ঘ. এ বলা আছে "যেকোন ধরণের... ...বাকিটুকু পড়ুন

আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?

লিখেছেন তানভির জুমার, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৩



৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন

এ যুগের বুদ্ধিজীবীরা !

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:৪০


ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন

×