কিছুদিন ধরেই গানটা মাথায় ঘুরপাক খাচ্ছে। বন্ধুরা মিলে একসময় হরদম গাওয়া হতো, কোথাও খুঁজে পাচ্ছি না এখন। কারো খোঁজে আছে নাকি?
গানের পুরো কথাটা ঠিকমতো মনে নেই। তবে প্রথম ক 'টা লাইন এরকম-
লালন বলে, তুমি আল্লাহ নাকি গড, ভগবান?
কি নামে করি আহবান, কি সুরে তোমার গুণ গাই?
দয়া করে বলো একবার জগতসাঁই !
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



