বিকেল বেলায় চায়ের দোকানে গিয়ে বসতে না বসতেই শাওন এসে হাজির । টেক্সটাইল ইন্জিনি্য়ারিং পড়ুয়া এই ছেলেটিকে আমার বেশ ভালো লাগে । প্রাণবন্ত এবং সব সময় কিছু না কিছু নিয়ে ব্যাস্ত । আমাকে সে সব সময়ই টেক্সটাইল ইন্ড্রাস্ট্রি সম্পর্কে আপডেট রাখার চেষ্টা করে । অন্যদিন এসেই বকবক করা শুরু করে । আজ সে বেশ মনমরা হয়েই কাঠি ধরালো। জিগ্গেস করে যা বুঝলাম তা বেশ গুরুতরই বটে ।
বিগত চারদলীয় সরকার এর সময় বাংলাদেশ এ ষ্হলপথে সূতা আমদানী বন্ধ ছিল । সেই কারনে প্রচুর স্পিনিং মিল গড়ে উঠে, যার বেশির ভাগই ব্যাংক লোন নিয়ে। তাই এই ক্ষেত্রের বিশাল সম্ভাবনা মাথায় রেখেই ও তার মেজর হিসেবে নিয়েছিল স্পিনিং কে ।
কিন্তু কিছু দিন আগে এই নিষেধাগ্গা উঠিয়ে নেওয়ার ফলে পাশ্ববর্তী দেশ থেকে ব্যাপক হারে সূতা আমদানী করা হচ্ছে । যার ফলশ্রুতিতে মার খেয়ে যাচ্ছে আমাদের দেশীয় সূতার কারখানাগুলো।সেই সাথে পুজি হারাচ্ছে ব্যাংকগুলো । বর্তমান আন্তর্জাতিক অর্থনৈতিক অবস্থায় এটি বাংলাদেশ এর জন্য কতটুকু সুফল বয়ে আনবে তা আমার মত বিশেষ ভাবে অগ্গ মানুষের বোঝার বিষয় না। তবে শওনের চিন্তিত মুখ দেখে আমারো দু:চিন্তা জাগে।
আমি কোন ভাবেই এই বিষয়ের বিশেষগ্গ নই। তাই এই বিষয়ে বিশেষগ্গ দের কাছে পোস্ট কামনা করছি, যদি পোস্ট থেকে থাকে তবে দয়া করে লিংক দিয়েন।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০০৯ রাত ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




