somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরুষ ও নারীর নামায পদ্ধতি এক | আহলে বাতিল বাংলা মিডিয়া

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারী এবং পুরুষের নামাযের মধ্যে পার্থক্য আছে কি?

যারা বলে নারী এবং পুরুষের নামাযের মধ্যে পার্থক্য আছে তাদের পেশ কৃত হাদীসগুলর খণ্ডন করা হলঃ

১ নাম্বার প্রমানঃ

عن عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جلست المرأة في الصلوة وضعت فخذها على فخذها الاخرى وإذا سجدت الصقت بطنها في فخذيها كالستر ما يكون لها وان الله تعالى ينظر إليها ويقول يا ملائكتى اشهدكم انى قد غفرت لها

অনুবাদ: ইবনে উমর (রাঃ) বর্ণনা করেন, “নবী (সাঃ) বলেন, “যখন একটি মহিলা নামায পড়ে, সে যেনো তার এক উরুর উপর তার অন্য উরুকে রাখে এবং তার উরুর সাথে তার পেট মিশিয়ে রাখে যাতে তার জন্য অধিকতর গোপনীয়তা রক্ষা হয়। প্রকৃতপক্ষে, আল্লাহ তার দিকে তাকান এবং ফেরেশতাদেরকে বলেন! “হে ফেরেশতাগণ, তোমরা সাক্ষী থাক যে, আমি তাকে ক্ষমা করে দিলাম”। [সুনান আল বায়হাকী আল কুবরা (৩/৭৪)]

আমাদের উত্তর:

এই হাদিসের একজন রাবী আবু মাতি আল হাকিম বিন আব্দুল্লাহ আল বালখী” সম্পর্কে ‘সুনান আল বায়হাকী আল কুবরা’ বইয়ের একই পৃষ্ঠায় লেখা আছে -

(ইমাম) আহমদ(রহঃ) বলেন: “আবু মাতীর বর্ণিত হাদীসে দুর্বলতা স্পষ্ট এবং তার রেওয়ায়েতগুলো মুতাবিয়াত হিসেবে ব্যবহ্নত হয়না এবং আমাদের শিক্ষক বলেছেন, সে (বালখী) ইয়াহিয়া বিন মাঈন এবং অন্যান্যদের মত অনুযায়ী রাবী হিসেবে যয়ীফ”।

অধিকাংশ মুহাদ্দীসিনদের মত জানার জন্য দেখুন ‘লিসান আল মিযান’ (২/৩৩৪-৩৩৬)।

এই হাদীসের দ্বিতীয় রাবী মুহাম্মদ বিন আল কাসিম আল বালখী হল একজন প্রতারক, দেখুন ‘লিসান আল মীযান’ (৫/৩৪৭) এবং ‘মীযান আল আইতিদাল’।

এই হাদীসের তৃতীয় রাবী উবায়েদ বিন মোহাম্মদ আল সারখীর ইতিহাস অজানা।

উপসংহার: এমনকি ইমাম বায়হাকী (রহঃ) স্বয়ং নিজে হাদীসটিকে জাল বলেছেন এবং এই বিষয়ে হাদীসটির পরে উল্লেখ করেছেন “হাদীসান যয়ীফান লা ইয়া হাতায বা মাসা লাহা” –

এই রেওয়ায়েতটি কানজ-উল উম্মাল এ (৭/৫৪৯ হাদীস নাম্বার ২০২০৩) উল্লেখিত হয়েছে এবং বায়হাকী এবং ইবনে আদি (আল কামিল ২/৫০১) সম্পর্কে বলা হয়েছে -
“رواه ابن عدى والبيهقي وضعفة عن ابن عمر”

ইবনে ওমর থেকে ইবনে আদী এবং আল বায়হাকীর বর্ণিত এই রেওয়ায়েতটি যয়ীফ।

২ নাম্বার প্রমানঃ

عن يزيدَ بن أبي حبيب أنَّ رسولَ الله مَرَّ عَلَى امرأتينِ تصليانِ، فقال : «إذَا سَجَدْتُمَا فَضُمَّا بعضَ اللحمِ إلى الأرضِ، فإنَّ المرأةَ لَيْسَتْ في ذلِكَ كالرجلِ

অনুবাদঃ ইয়াজীদ ইবনে আবি হাবীব (রহঃ) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সাঃ) নামাযরত দুটি মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, এবং বললেন, “যখন তোমরা সিজদা করো, তোমরা তোমাদের শরীর মাটিতে মিশিয়ে রাখবে কারণ, এইক্ষেত্রে নারীরা পুরুষদের মত না” [সুনান আল বায়হাকী আল কুবরা (৩/৭৪)]
ই’লাল আল সুন্নাহ (৩/২৬) বইতে বলা হয়েছে যে, এই হাদিসের রাবীরা নির্ভরযোগ্য ও বাতিল নন।

আমাদের উত্তর:
ইমাম বায়হাকী নিজে আবু দাউদ এর কিতাব আল মারাসিল থেকে কপি করার আগে বলেন –

وروي فيه حديث منقطع

এই হাদিস হল “মুনকাতা” (বিচ্ছিন্ন)।

ইয়াজীদ বিন আবি হাবীব ৫৩ হজরীতে জন্মগ্রহন করেন এবং ১২৮ হিজরীতে মৃত্যুবরণ করেন তাহদীব আত তাহদীব ভলিউম ১১, পৃষ্ঠা ২৭৯

অতএব, এই রেওয়ায়েতে ইয়াজীদ থেকে রাসুলুল্লাহ (সাঃ) পর্যন্ত অন্তত ২টি চেইন থাকার কথা যা বিচ্ছিন্ন আছে “মুনকাতা” হাদীস সম্পর্কে উসুল-আল হাদিস জাদীদ বইয়ে লেখা আছে:

“উলেমাদের ঐক্যমত্য আছে যে, মুনকাতা রেওয়ায়েত যয়ীফ বা দূর্বল, কারণ এর মাহযুফ রাবী হল মাজহুল”(তাফসীর মাস্তালহা আল হাদীস ৮৭,১ আল মুনকাতা)

আবু দাউদের কিতাব আল মারাসিল এর মধ্যে এ কথাও উল্লেখিত আছে যে, তাউস (রাহঃ) বর্ণনা করেন,
“নবী (সাঃ) নামাযে বুকের উপর তার হাত বাঁধতেন” (পাতা ৮০)

আহলে তাকলীদ যারা নিজেরাই মুরসাল হাদীসের উপর আমল করেনা, তখন তারা কেন আমাদের কাছে সেগুলো উপস্থাপন করেন? আল্লাহই ভাল জানেন।

এই রেওয়ায়েতের মধ্যে দ্বিতীয় আপত্তি হল যে, রাবী সেলিম বিন গাইলান হল মাতরুক (পরিত্যক্ত)

আল্লামা তুরকুমানি আল-হানাফী নিজেই এই রেওয়ায়ের উদ্ধৃতি দেওয়ার পরে বলেন,

ظاهر كلامه أنه ليس في هذا الحديث إلا الانقطاع ، وسالم متروك ، حكاه صاحب ” الميزان ” عن الدارقطني

আপাতদৃষ্টিতে, বাইহাকি ( রহঃ) এর ভাষ্য থেকে এটা স্পষ্ট যে, যে এতে শুধুমাত্র ইনকিতা (বিচ্ছিন্নতা) রয়েছে। ”আল মীযান” (যাহাবী) গ্রন্থের লেখক দারা কুতনী থেকে বর্ণনা করেন, “(আসলে) সালেম একজন পরিত্যক্ত রাবী”. আল জোহার আল নাকী ফি রাদ্দ আল বিহাকী ২/৩১৫।

সাওয়ালাত আল বুরকানীতে (৩৫/২০৫) উল্লেখ করা হয়েছে -
وسألته عن (سالم بن غيلان); يروي عنه ابن وهب? فقال: بصري متروك

“বাসরী মাতরুক”.
শায়খ আলবানীর মত অনুযায়ী এই হাদীস যয়ীফ, সিলসিলা আহাদীস আল যয়ীফ হাদীস নং ২৬৫২।


৩ নাম্বার প্রমানঃ

عن عليّ قال: إذا سجدت المرأة فلتحتفر ولتضم فخذيها.

অনুবাদ: আমির উল মুমিনীন সায়্যিদিনা আলী (রাঃ) বলেন: “যখন একজন নারী সিজদাতে যায় তার নিতম্বের উপর বসার সময় একপাশে হেলে বসা উচিত এবং তার একটির উরুর কাছাকাছি অন্য উরু রাখা উচিত [মুসান্নাফ ইবনে আবি শায়বা, (১/৩০২, হাদীস # ২৭৭৩)]

এই আসারের রেওয়ায়েতটি অন্যান্য সনদেও বর্ণিত হয়েছে। মুসান্নাফ আব্দুর রাজ্জাকে তা ইসরাইলী সনদে এবং ইবনে আবি শায়বাতে এটি আবুল আহওয়াস থেকে এসেছে।

আমাদের উত্তর:
সর্বপ্রথমে যে, হাদিসটি হল মওকুফ (বন্ধ).
উভয় বায়হাকী এবং মুসান্নাফ ইবনে আবি শায়বাতে এই হাদীস থেকে “আলী (রাঃ) থেকে আল হারিস থেকে আবি ইসহাক” এই সনদে বর্ণিত হয়েছে। অধিকাংশ মুহাদ্দিসীনদের মত অনুযায়ী রাবী “আল হারিস” হল কট্টর মাজরুহ রাবী।

জাইলি হানাফী নিজে বলেন, ” তার (আল হারিসের) কাছ থেকে হুজ্জাহ (বা দলীল) নেওয়া যাবে না” (নাসব আর রায়া ২/৪২৬), তিনি আরো বলেছেন, “শুবা এবং আল মাদিনি তাকে কাজ্জাব (মিথ্যাবাদী) বলে ঘোষণা করেছেন” (নাসব আর রায়া ২/৩)

ইমাম মুসলিম (রহঃ) তাঁর সহীহ মুসলিমের মুকাদ্দামায় “আল হারিস বিন আব্দুল্লাহ আলাওয়ার” সম্পর্কে উল্লেখ করেছেন যে, ইমাম আল শোবি (রহঃ) বলেছেন “তিনি কাজ্জাব (মিথ্যাবাদী)” (সহীহ মুসলিম ভলিউম ১)
এই হাদিসের দ্বিতীয় রাবী হলো “আবু ইসহাক” যিনি একজন মুদাস্সিল (তাবাকাত আল মুদাস্সিলিন লা ইবনে ই হাজার, আল মারতাবা আল সালাসা ৩/৯১)।

উপসংহার: এই রেওয়ায়েত বাতিল (মিথ্যা)।

গুরুত্বপূর্ণ টীকা:
তারাব্বু সম্পর্কিত ৪ এবং ৫ নাম্বার প্রমানের আসন্ন হাদীসগুলো ৬ নাম্বার প্রমানের খণ্ডন দ্বারা ব্যাখ্যা করা হবে কারণ হানাফীরা বিশ্বাস করে যে তাররাবু রহিত করা হয়েছিল।

১ নাম্বার পয়েন্ট: তারাব্বুর ক্রমানুসার কোনো মারফু হাদীস থেকে প্রমাণিত হয়না।
২ নাম্বার পয়েন্ট: যদি কোনো মারফু হাদীস থেকে তাররাবুর ক্রমানুসার প্রমানিত না হয়, তাহলে কেন আপনি মারফু হাদীসের পরিবর্তে মাকউফ রেওয়ায়েতের উপর ভিত্তি করে আপনার মাযহাবকে গ্রহণ করবেন?

৩ নাম্বার পয়েন্ট: হানাফীদের মতে যেখানে “তাররাবু” মানসুখ হয়েছে সুতরাং, কেনো তারা এটা থেকে উদ্ধৃতি করছে? পার্থক্য ছিলো বলতে গেলে তাদের একটি মারফু হাদিস থেকে উদ্ধৃত করা উচিত যে এই আদেশ যেমন পূর্বে রুকু করা হতো হাঁটুর মধ্যে হাত স্থাপন করে কিন্তু পরে এটি মনসুখ করা হয়েছিল। একইভাবে, পূর্বে কিবলাহ ছিল বাইতুল মুকাদ্দাস এবং পরে এটা পরিবর্তন করে কাবা করা হয়। তাই সাহাবারা এটি বর্ণনা করেছেন। হানাফীদের এই প্রমান দেওয়া উচিত যে এই আদেশ কখন দেওয়া হয়েছিল? মুসনাদে আবু হানিফা থেকে তাদের উদ্ধৃত করা মনসুখ করার হাদিসটি দুর্বল।

সুতরাং, কিভাবে এটি রহিত হয়েছে তার ক্রমানুসার দেওয়া হয় না।

যদি এটা রহিত করা হয়ে থাকে, তাহলে তাদের আবার কোন সহীহ মারফু হাদীস উদ্ধৃত করতে হবে, নতুন পদ্ধতি কি সেইটা জানার জন্য।
যদি এটা রহিত হয়ে থাকে এবং কোন সহীহ হাদীস বর্তমান না থাকে, তাহলে এটা গ্রহণ করা উচিত যে পূর্বে ও পরে কোনো পার্থক্য নেই, অবশ্যই হানাফীরা তাদের কিবলাহ বাইতুল মুকাদ্দাসকে ধরে নামায পড়েনা।

আরেকটি উদাহরণ হল যে হানাফীরা দাবী করে রুকুর আগে এবং রুকুর পরে “রাফা ইয়াদাইন” রহিত করা হয়েছে, তাই যখন তারা নিজেরা রহিত কোনো আমল করেনা তাহলে তারা কেন আমাদের সামনে এই হাদীসগুলো উপস্থিত করে?

যখন কোন সহীহ হাদীস এবং মারফু নেই যে তাররাবুর আদেশ ক্রমানুসারে করা হয়েছিল, তাহলে কিভাবে সম্ভব যে সাহাবীরা কোনো কিছুর আমল করেছেন যা রাসুলুল্লাহ (সাঃ) এর বিরোধী?

৪ নাম্বার প্রমানঃ

عن خالد بن اللجلاج قال: كن النساء يؤمرن أن يتربعن إذا جلسن في الصلاة ولا يجلسن جلوس الرجال على أوراكهن

অনুবাদ: খালিদ ইবনে জিল্লাজ (রাঃ) বর্ণনা করেন: নারীদেরকে আদেশ করা হয়েছে নামাযে বসা অবস্থায় তারাব্বু করতে এবং তারা “তাদের পুরুষদের মত বসা উচিত নয়” [মুসান্নাফ ইবনে আবি শায়বান (১/৩০৩)]
উল্লেখ্য: তারাব্বু মানে আড়াআড়িভাবে পা রেখে বসা।

আমাদের উত্তর:
এর সনদ হলো
حدثنا أبو بكر قال: نا إسماعيل بن علية عن محمد بن إسحاق عن زرعة عن إبراهيم عن خالد بن اللجلاج قال: كن النساء يؤمرن أن يتربعن إذا جلسن في الصلاة ولا يجلسن جلوس الرجال على أوراكهن يتقي ذلك على المرأة مخافة أن يكون منها الشيء.

মুহাম্মদ বিন ইসহাক হল মুদাল্লিস দ্বিতী্যত, যখন তিনি তালাক সম্পর্কিত হাদীসগুলোতে রাবী হিসেবে আসেন তখন এই পক্ষপাতদুষ্ট মানুষরা (হানাফীরা) তার কঠোর সমালোচনা করে এবং তার হাদীস প্রত্যাখ্যান করে।

হক্ক হলো তিনি সত্যবাদী কিন্তু মুদাল্লিস এবং যদি তিনি যখন কোনো রেওয়ায়েতে আসেন তখন তা প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য না।

উম্মে দারদা (রাঃ) থেকে বর্ণিত আছে, তিনি নামাযে পুরুষদের মতোই বসতেন ([মুসান্নাফ ইবনে আবি শায়বাহ ১/২০৭ হাদীস নং ২৭৮৫, এবং উমদাতুল কারী ৬/১০১, সনদ কুয়ি, আল তারিখ আল সাগীর আল-বুখারী ১/২২৩, তারিখ দামিস্ক আল ইবনে আসাকির ৭৪/১১৭, এবং তাগলিক আল তালিক ২/৩২৯)

এবং এই হাদিস সহীহ হাদিস যা ইমাম বুখারী (রহঃ) বর্ণনা করেছেন তার বিরুদ্ধে,
"উম্মে দারদা (রাঃ) নামাযে পুরুষদের মতোই বসতেন এবং তিনি একজন ফকীহ ছিলেন" (বুখারী ৮২৭)

বিষয়টা কেমন, উম্মে দারদা (রাঃ) যিনি একজন ফকীহ ছিলেন এবং বিখ্যাত সাহাবী সায়্যিদিনা আবু দারদা (রা) এর স্ত্রী যার থেকে তিনি নামাযের পদ্ধতি শিখেছেন? এটি আরেক বিখ্যাত তাবেয়ী ইমাম ইব্রাহিম আল নাখয়ী (রহঃ) যিনি ইমাম আবু হানিফার শিক্ষক, তার উক্তি থেকে আরো পরিষ্কার হয় "নামাযে নারীদের পুরুষদের মতই বসতে হবে" (মুসান্নাফ ইবনে আবি শায়বাহ ১/২৭১ হাদীস নং ২৭৮৮, অন্য সনদে হাদীস নং ২৮০৮, সহীহ সনদ)
স্ক্যানকৃত পৃষ্ঠা:

http://images.orkut.com/orkut/photos/OwAAADgcFdmw1upH0sJGQTQIYPxjWS7VkukUO_eVOw51lXaYDazQUhmZDMcZG5q_rXJAiWD4bBDDqcDz8NFEM3v6RKsAm1T1UHyrdL2aPuS-rFHJoiBbz8HEHrbk.jpg

৫ নাম্বার প্রমানঃ

حدثنا أبو بكر قال نا أبو خالد عن محمد بن عجلان عن نافع أن صفية كانت تصلي وهي متربعة.
অনুবাদ: নাফি বর্ণনা করেন যে সায়্যিদা সাফিয়াহ (রা) "তারাব্বু" অবস্থায় নামায পড়তেন [মুসান্নাফ ইবনে আবি শায়বান (১/৩০৩)]

আমাদের উত্তর
হানাফীরা কেনো মারফু হাদিস থেকে উদ্ধৃতি করতে অপারগ, এই রেওয়ায়েত হলো মওকুফ (বিচ্ছিন্ন)। দলীল হিসেবে রাসুলুল্লাহ (সাঃ)এর হাদিস দেওয়া উচিত।

এই আসারে মুহাম্মদ বিন আজলান একজন ‘মুদাল্লিস’ (তাবাকাত আল মুদাল্লিসীন ৩/৯৮) এবং তিনি অপরিচিত কারো থেকে বর্ণনা করেছেন, তাই তিনি ‘হুজ্জাহ’ হতে পারেন না। অতএব এর জন্যও কোনো প্রমান নেই।

৬ নাম্বার প্রমানঃ

(عن نافع، عن ابن عمر أنه سئل كيف كن النساء يصلين على عهد رسول اللّه صلى اللّه عليه وسلم أي في زمانه صلى اللّه عليه وسلم (قال: كن يتربعن) أي في حال قعودهن (ثم أمرن أن يحتفزن

অনুবাদ: ইবনে উমরকে (রাঃ) প্রশ্ন করা হয়েছিলো, রাসুলুল্লাহ (সাঃ) এর সময় মহিলারা কিভাবে বসতেন সে সম্পর্কে। তিনি বলেন: শুরুর দিকে তারা “তারাব্বু” করতেন কিন্তু পরে তারা ‘ইহতিফায’ করতে আদিষ্ট হন [মুসনাদ ইমাম আবু হানিফা (১/১২০)]।

উল্লেখ্য: “তারাব্বু” পরবর্তীতে রহিত হয়ে যায় এবং ‘ইহতিফায’ (অর্থাত্ নিতম্বের উপর একপাশে বসা) হয়ে ওঠে পরবর্তী প্র্যাকটিস, এমনকি এই রদ নিজেই পুরুষ এবং মহিলাদের মধ্যে প্রার্থনা এর পার্থক্য প্রমাণ করে।

এই হাদিস ছাড়াও অন্যান্য হাদিসগুলো দুর্বল, এবং এ সম্পর্কিত ব্যখ্যা পূর্ববর্তী দুটি হাদিসের উত্তর দিবে।

এটি দুর্বল কারণ তার সনদে আবু মুহাম্মাদ আল বুখারী, যার আসল নাম হল আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন ইয়াকুব আল হারিসি আল বুখারী রয়েছে। তাঁর কুনিয়্যাহ হল আবু মুহাম্মদ। ইমাম ইবনে আল জাউযী বলেন, ইমাম আবু সায়ীদ আল রাউস বলেন: “তিনি জাল হাদিস রচনা করার জন্য অভিযুক্ত”। ইমাম আহমদ আল সুলাইমানী বলেছেন: “তিনি বিভিন্ন মতন বিভিন্ন হাদিসের সনদে ব্যবহার করতেন, এবং এটা হলো জাল হাদীস তৈরী করার একটা উপায়। ইমাম আবু জুর’আ বলেছেন, তিনি দুর্বল “(জয়ীফ)”। ইমাম হাকিম বলেছেন “তিনি বিশ্বস্ত রাবীর সঙ্গে অযাচিত রেওয়ায়েত জুড়ে দিয়েছেন। ইমাম খাতিব আল বাগদাদী বলেছেন: “তিনি বিশ্বস্ত নন”। (মীযান আল ই’তেদাল ২/৪৯৬, লিসান আল মীযান ৩/৩৪৮)। মুহাদ্দিস এবং রিজাল শাস্ত্রের বাকি ইমামগণ তাকে দুর্বল (জয়ীফ) বলে অভিহিত করেছেন। এবং এই হাদিস এর কিছু রাবী দুর্বল এবং মাজহুল দেখুন (ফতোয়ায়ে উদ্দিন আল খালিস ৪/৮৬)।

সুতরাং এই হাদিস দুর্বল এবং একে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে না।

৭ নাম্বার প্রমানঃ

حدّثنا أبو بكر قال نا ابن مبارك عن هشام عن الحسن قال: المرأة تضم في السجود

অনুবাদ: হাসান আল বসরী (রহঃ) বলেন: একজন মহিলা সিজদার সময় নিজেকে জড়োসড়ো করে রাখা উচিত। [মুসান্নাফ ইবনে আবি শায়বান (১/২৭০)]

আমাদের উত্তরঃ

এই রেওয়ায়েতের সনদ – ইবনে আল মুবারক থেকে হাশাম থেকে আল হাসান
হাশাম বিন হাসান একজন মুদাল্লিস (তাবাকাত আল মুদাল্লিসীন, আল মারতাবা আল সালাসা ৩/১১০) এটা হলো মানান, সেইজন্য দুর্বল।


৮ নাম্বার প্রমানঃ

وعن وائلِ بنِ حجرٍ قالَ: قالَ لي رسولُ الله صلى الله عليه وسلّم : «يا وائلُ بنَ حجرٍ إِذَا صَلَّيْتَ فَاجْعَلْ يَدَيْكَ حِذَاءَ أُذُنَيْكَ، والمَرْأَةُ تَجْعَلُ يَدَيْهَا حِذَاءَ ثَدْيَيْهَا».

অনুবাদ: ওয়াইল বিন হুজর (রাঃ) থেকে বর্ণিত হয়েছে যে, নবী (সাঃ) তাঁকে বলেছেন, তুমি যখন (পুরুষ) নামায শুরু করো তখন তোমার কান পর্যন্ত হাত তুলবে, যেখানে একজন মহিলা (কেবলমাত্র) তার কাঁধ পর্যন্ত তাদের হাত তুলবে। [মাজমু আজ-জাওয়েদ (২/১০৩), ই’লা আস-সুন্নান (২/১৫৬)]

আমাদের উত্তরঃ
হাফিজ নূর উদ্দীন আল হায়সামী (রহঃ) তার বই ‘মাজমু আজ-জাওয়েদে এই সনদ উল্লেখ করেছেন এবং বলছেন: “আমি উম্মে ইয়াহিয়াকে চিনিনা, বাকী রাবীদের বিশ্বস্ত হিসেবে জানি”।
যখন ইতিমধ্যে হাফিজ হায়সামী (রহঃ) এটিকে জিররাহ করেছেন, কেন এই প্রবন্ধের লেখক সেটি গোপন করেছেন?
একটি কৌতুক: হানাফী তার্কিক আমিন ওকরাভী প্রমাণ হিসেবে এই হাদীস উপস্থাপন করেছেন (মাজমুয়া রাসায়েল ভল্যুম ১, পাতা ২ থেকে পাতা ৯৪)।
এবং, যখন এই রাবী থেকে অন্য হাদিস হানাফীদের বিরুদ্ধে যায়, সে সম্পর্কে তিনি লিখেছেন: “উম্মে ইয়াহিয়া হল মাজহুল” মাজমুয়া রাসায়েল ভল্যুম ১, পাতা ১ থেকে পাতা ৩৪৬)।

ফাতহুল বারীতে উল্লেখিত হয়েছে যে, “যদি একটি হাদিসের একজন রাবী মাজহুল হয়, তাহলে সেটি ছুড়ে ফেলো কারণ এর ফলে হাদিসটি দুর্বল হয়ে যায় এবং মাজহুল রাবীর রেওয়ায়েত হুজ্জত হতে পারেনা”। (ফাতহুল বারী ১/১৪৬)।

নবী (সাঃ) বলেন, “তোমরা ঠিক সেইভাবে নামায পড় যেইভাবে আমাকে নামায পড়তে দেখেছো”। (বুখারী)

এখন, কিছু মানুষকে এরকম বলতে দেখা যায় যে “এটা অযৌক্তিক হবে কারণ, নবী (সাঃ) নামায পড়ার সময় পাগড়ি পড়া ছিলেন, তাই কোনো নারীর পাগড়ি পড়া শুরু করা উচিত হবে”?
এই যুক্তি অযৌক্তিক কারণ, নবী (সাঃ) এরকম বলেননি যে, “তোমরা ঠিক সেইভাবে কাপড়ে পড়ো যেইভাবে আমাকে কাপড় পড়তে দেখেছো”। নবী (সাঃ)নামাযের পোশাক সম্পর্কে না, নামাযের পদ্ধতি সম্পর্কে জোড় দিয়েছেন।


আরেকটি অভিযোগ: অনুবাদ: নবী (সাঃ) বলেন: জুমু’আর নামায জামাতে পড়া প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব, শুধুমাত্র চার প্রকার মানুষ ছাড়া, (১) দাস (২) “মহিলা” (৩) শিশু (4) এবং অসুস্থ ব্যক্তি (ইমাম হাকিম তার আল মুসতাদারাক আলা সাহীহাইন এ বর্ণনা করেছেন যেখানে ইমাম হাকিম হাদীসেটিকে বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ বলেছেন এবং ইমাম যাহাবী তার সাথে “একমত” হয়েছেন (১/৪২৩ হাদীস # ১০৬২)] ”

যদি এই হাদিস থেকে কেউ নামাযের ভিন্ন পদ্ধতি প্রমান করার চেষ্টা করেন তবে তাকে সংশোধন করে নেয়া উচিত, কারণ এই হাদীস নামাযের পদ্ধতি সম্পর্কে কথা বলেনা, অন্যথায় হানাফীদের দাস ও শিশুদের জন্য ভিন্ন পদ্ধতি আবিষ্কার করতে হবে।

আরেকটি অভিযোগ: অনুবাদ: এটা আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত যে, নবী (শান্তি তার উপর) বলেন: তাসবীহ (ইমামের ভুল হলে লোকমা দেওয়ার জন্য আল্লাহু আকবার বলা) পুরুষদের জন্য আর মহিলাদের জন্য হলো হাত তালি দেওয়া । [জামি-উস-সাহীহ আল বুঝারী, (১/৪০২)]

এছাড়াও, নবী (সাঃ) রোযা সম্পর্কে বলেছেন, কিন্তু তিনি রোযার জন্য আলাদা কোনো পদ্ধতি বলেন নি, কিন্তু একটিমাত্র সাধারণ হুকুম যা নারী ও পুরুষের উভয়ের জন্য কার্যকর।

আলেমদের বক্তব্য:
ইমাম বুখারী (রহঃ) সহীহ সনদের সঙ্গে উম্মে দারদা (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি নামাযে পুরুষদের মতই বসতেন [আল তারিখ আল সাগীর আল বুখারী ৯০]।
ইব্রাহিম আল নাখাই (রহঃ) বলেন “নারীরা নামাযে পুরুষদের মতই বসবে” [ইবনে আবি শায়বাহ ১/১৭০]
ইবনে হাজম (রহঃ) বলেন “পুরুষ এবং মহিলাদের নামাযের মধ্যে কোনো পার্থক্য নেই” [আল মাহাল্লা ৩/৩৭]
ইবনে হাজার (রহঃ) বলেন “পুরুষ এবং মহিলাদের জন্য তাকবীরের সময় হাত তোলার মধ্যে কোনো পার্থক্য নেই” [ফাতহুল বারী ২/২২২]
ইবনে কুদামাহ (রহঃ) বলেন “প্রকৃতপক্ষে পুরুষ এবং মহিলাদের জন্য নামাযের পদ্ধতি এক বলেই প্রমাণিত হয়েছে শুধুমাত্র এটা ছাড়া যে তারজন্য রুকু এবং সিজদার সময় নিজেকে আবৃত রাখা মুস্তাহাব” [আল মুগনি ২/২৫৮]
ইমাম নববী (রহঃ) বলেন “নারীদের (নামাযে দাঁড়ানো অবস্থায়)পুরুষদের মতই বুকের উপর হাত বাঁধা উচিত” [শরাহ মুসলিম ১/১৯৫]
ইমাম বায়হাকী (রহঃ) সুনান আল কুবরাতে স্বতন্ত্র একটি অধ্যায়ে বলেছেন যে “সুন্নাহ হলো নামাযে বুকের উপর হাত বাঁধা”

http://lh5.ggpht.com/_Y3h6JhqU8O4/TGpaJl-YHqI/AAAAAAAAANs/jGJbwIPuLeI/s400/1.JPG~~V

শায়খ নাসির উদ্দীন আল-আলবানী (রহঃ) বলেন,

উপরন্তু, ইমাম বুখারী তারিখ আস-সাগীরে (পৃষ্টা ৯৫) উম্মে দারদা থেকে সহীহ সনদে বর্ণনা করেছেন যে, নামাযের মধ্যে যেমন একজন পুরুষ বসতো তিনিও ঠিক সেভাবেই বসতেন, এবং তিনি ছিলেন একজন ফকীহা (দ্বীন সম্পর্কে জ্ঞানী)।
একজন নারী সিজদার সময় পুরুষের মতো বসবে না – এ সম্পর্কিত হাদীসটি মুরসাল এবং সহীহ নয়। আবু দাউদ আল মারাসিল থেকে ইয়াজিদ ইবনে আবি হাবীব কর্তৃক এই রেওয়ায়েতটি বর্ণনা করেছেন।

ইমাম আহমদ থেকে তাঁর পুত্র আব্দুল্লাহর মাসায়েলে ইবনে উমর থেকে বর্ণনা করা হয়েছে যে তিনি তাঁর স্ত্রীদেরকে নামাযের মধ্যে আড়াআড়ি বসতে শিখাতেন, তার সনদ সহীহ নয়, কারণ তার মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর আল আমরি রয়েছেন, যিনি একজন দুর্বল রাবী। (সিফাত সালাহ আল নাবী)

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক- এর নুডুলস

লিখেছেন করুণাধারা, ১৮ ই মে, ২০২৪ রাত ৮:৫২



অনেকেই জানেন, তবু ক এর গল্পটা দিয়ে শুরু করলাম, কারণ আমার আজকের পোস্ট পুরোটাই ক বিষয়ক।


একজন পরীক্ষক এসএসসি পরীক্ষার অংক খাতা দেখতে গিয়ে একটা মোটাসোটা খাতা পেলেন । খুলে দেখলেন,... ...বাকিটুকু পড়ুন

কারবারটা যেমন তেমন : ব্যাপারটা হইলো কি ???

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই মে, ২০২৪ রাত ৯:০২

কারবারটা যেমন তেমন : ব্যাপারটা হইলো কি ???



আপনারা যারা আখাউড়ার কাছাকাছি বসবাস করে থাকেন
তবে এই কথাটা শুনেও থাকতে পারেন ।
আজকে তেমন একটি বাস্তব ঘটনা বলব !
আমরা সবাই... ...বাকিটুকু পড়ুন

স্প্রিং মোল্লার কোরআন পাঠ : সূরা নং - ২ : আল-বাকারা : আয়াত নং - ১

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৮ ই মে, ২০২৪ রাত ১০:১৬

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাহর নামের সাথে যিনি একমাত্র দাতা একমাত্র দয়ালু

২-১ : আলিফ-লাম-মীম


আল-বাকারা (গাভী) সূরাটি কোরআনের দ্বিতীয় এবং বৃহত্তম সূরা। সূরাটি শুরু হয়েছে আলিফ, লাম, মীম হরফ তিনটি দিয়ে।
... ...বাকিটুকু পড়ুন

কুরসি নাশিন

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৯ শে মে, ২০২৪ সকাল ১১:১৫


সুলতানি বা মোগল আমলে এদেশে মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছিল৷ আশরাফ ও আতরাফ৷ একমাত্র আশরাফরাই সুলতান বা মোগলদের সাথে উঠতে বসতে পারতেন৷ এই আশরাফ নির্ধারণ করা হতো উপাধি... ...বাকিটুকু পড়ুন

বসন্ত বিলাসিতা! ফুল বিলাসিতা! ঘ্রাণ বিলাসিতা!

লিখেছেন নাজনীন১, ১৯ শে মে, ২০২৪ বিকাল ৪:০৯


যদিও আমাদের দেশে বসন্ত এর বর্ণ হলুদ! হলুদ গাঁদা দেখেই পহেলা ফাল্গুন পালন করা হয়।

কিন্তু প্রকৃতিতে বসন্ত আসে আরো পরে! রাধাচূড়া, কৃষ্ণচূড়া এদের হাত ধরে রক্তিম বসন্ত এই বাংলার!

ঠান্ডার দেশগুলো... ...বাকিটুকু পড়ুন

×