ভারতে চলন্ত বাসে গনধর্ষন নিয়ে সরকারের ক্ষমতা যায় যায় অবস্থা। দেশের সকল মানুষ এক হয়েছে এর বিচার করার জন্য। সে দেশের পত্রিকাগুলো একজোট হয়ে নেমেছে এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য।দুই দিন হয়ে দেখছি ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোও সরব হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে।
এর কারন হল , দেশের মাঝে যে ঘটনা গুরুত্ব পায় তা ইন্টারন্যাশনাল মিডিয়াতেও গুরুত্ব পাবে । এটাই নিয়ম।
এবার আসি আমাদের দেশের প্রেক্ষিতে। গত দুই দিনে আমাদের দেশে ৪ টি ধর্ষন বা গনধর্ষন এর ঘটনা ঘটেছে। এ ঘটনা গুলো মিডিয়া কাভারেজ পেয়েছে তাই আমরা জানতে পেরেছি। এর বাইরেও আরো নির্যাতন বা ধর্ষনের ঘটনা থাকতে পারে। সেগুল আমরা জানি না।
অবাক করা বিষয় হল , ভারতের ঘটনা যেখানে প্রতিদিন আমাদের দেশের নিউজ পেপার এ ফলো আপ হচ্ছে সেখানে আমাদের এ ঘটনাগুলো ঘটার এক দিন পর থেকে পত্রিকা থেকে ঊধাও হয়ে যাচ্ছে।
আমার প্রশ্ন হল ভারতের ধর্ষন যদি ইন্টারন্যাশনাল পাতায় প্রতিদিন আসে তবে আমাদের এ ঘটনার ফলো আপ আসবে না কেন ?
আমাদের মিডিয়া সব সময় দাবি করে যে তারা দেশের উন্নতির জন্যই সব লেখে, বা দেশ কে পরিবর্তনের জন্য লেখে। তারা কি পরিবর্তন করবে তা আমার জানতে ইচ্ছে করে যখন তাদের এমন চরিত্র চোখে পডে।
তাদের অনুরোধ করব বিদেশে পরে নজর দিন। আগে দেশের অবস্থা পরিবর্তন করুন। দেশের খবর গুল দিয়ে জনমত সৃষ্টি করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


