
আজ আবার সেই পথেই দেখা হয়ে গেল
কত সুর কত গান মনে পড়ে গেল
বল ভালো আছো তো
বল ভালো আছো তো ।।
ক’দিন আগে এমন হলে কতদিন আরও বেশি পেতাম
আরো আকাশ আরো বাতাস লিখে দিত তোমারই নাম
শুধু আমি নই ওরা সবাই ডেকে ডেকে বলে বলে যেত
বল ভালো আছো তো
বল ভালো আছো তো
জানি তোমায় আপন ভাবার কোনই অধিকার নেই যে গো আর
এও জানি দেখা হওয়ায় কত বড় ভাগ্য আমার
শুধু বল আজ আমায় ভুলে সুখী তুমি হয়েছো কত
বল ভালো আছো তো
বল ভালো আছো তো
আজ আবার সেই পথেই দেখা হয়ে গেল
কত সুর কত গান মনে পড়ে গেল
বল ভালো আছো তো
ভালো আছো তো
ভালো আছো তো
বল ভালো আছো তো
_______________________

সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




