তত দিনে মাইক্রো+অন্যান্য কার্যকলাপের হেতু ফেক ইমেইল, ID খোলায় পারদর্শী হয়ে উঠেছি। এর মধ্যেই শুরু হয় Intel এর ক্যাটাপল্ট গেমিং কম্পিটিশন। কি আর করা জেতার নেশায় একটি ID তো ছিলোই, নতুন আরও ২টি ID খুলি সেখানে। ফলাফলে সর্বমোট ৪টি পুরস্কার পাই, যার একটি Prodip Kumar Das দাদার নাম ভাঙ্গিয়ে খেলি এবং পুরস্কারটি তাকেই দিই। যার জন্য তার ১২০/- গচ্চাও গেছে।
যাই হোক আমার আরেকটি ID আছে alu khabe (আলু খাবে), তো সেই ID তেও পুরস্কার আসলো। FeDex থেকে আমার দেয় নাম্বারে কল আসলোঃ
"হ্যালো স্যার, আপনি কি Mr. A L U?" মানে যিনি ফোন দিয়েছিলেন তিনিও নাম টি দেখে দ্বিধান্বিত ছিলেন, এ কি নামরে বাবা, আলু? সে কি নাম....!
আমি তো তার "আপনি কি Mr. A L U?" শুনে হেসেই খুন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




