তুমি ছন্দের অন্তমিল
তুমি বর্ষার প্রথম বৃষ্টি
তুমি পদ্মফোটা ঝিল
তুমি প্রিয়তমার সি্নগ্ধ হাতে বন্ধনের রাত্রি
তুমি কষ্টের নিভৃত কান্নায় ভরা যনত্রনায় সবই
তুমি শীর্ষ অনুভূতির প ের শূন্যতার বোধ
তুমি আলতো স্পর্শের প্রিয়ার চাহনি দূমড়ে থাকা ক্রোধ
তুমি ভোররাত্রির প্রার্থনা
তুমি চেনা নদীর ঢেউ
তুমি সুখের সেই দিনগুলো শেষে হারিয়ে যাওয়া কেউ
তুমি ভ্রান্তি নও বাস্তবতা শূন্য ভাতের থালা
তুমি লোভ ঘৃনার ব্যাকারণে বিবেগের বন্ধ তালা
তুমি সংঘাত আর প্রতিঘাতের অস্থির রাজপথ
তুমি আজও আগামীর মাঝে বেদনার নীল ক্ষত
তুমি চাওয়া না পাওয়ার ফাঁকে অসম সমীকরণ
তুমি অবুঝ রাগী প্রজন্মের হৃদয়ের রক্তক্ষরন
তুমি তারুণ্যের চোখের কোনে বিষন্নতার বাস
তুমি বুড়ো খোকাদের ইচ্ছেমতন ভূলের ইতিহাস
তুমি উদ্দত মিছিলের স্রোতে গর্বিত মুখ
তুমি ভূল নায়কের হাতছানীতে মায়ের শূন্য বুক
তে ামার মাঝে স্বপ্নের শুরু
তোমার মাঝেই শেষ
ভাললাগা ভালবাসা তুমি
আমার বাংলাদেশ
আমার বাংলাদেশ
আমার বাংলাদেশ ...
এল.আর.বির ' বাংলাদেশ ' গানটি টুকে দিলাম ... সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা !
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



