চোরের মন্তব্যের প্রেক্ষিতে ত্রিভুজ একটা পোস্ট করেছেন। বিষয় নবীকে নিয়ে মন্তব্য। যে প্রেক্ষিতে মন্তব্যটা এসেছে সেটা ইতিমধ্যে মোটামুটি সবারই জানা। চোরের মন্তব্যের ডিফেন্ড করা বা বিপক্ষে কথা বলার পোস্ট এইটা না।
ত্রিভুজের চোরের মন্তব্যটা কোট করার, ইমেজ হিসেবে মন্তব্যটা তুলে ধরা দেখে একটা খুব বেসিক ইসলামিক মোরাল (নৈতিকতা) প্রিনসিপ্যালের কথা মনে পড়ে গ্যালো। সেইটা নিয়ে কথা বলতেই এই পোস্ট। সাধারনত বিষয়টা এরকম: যখন কোন বিষয় আপাত: দৃষ্টিতে খারাপ মনে হয়, দৃষ্টি কটু মনে হয় সেই ক্ষেত্রে সেই বিষয়টাকে ফলাও করে প্রচার করা ইসলামিক বেসিক মোরাল প্রিনসিপ্যাল বিরোধী।
মোরালিটি ফিলোসফির বিষয়। খুব আপেক্ষিক, অনেক ত্যানা প্যাচান যায় এইটা নিয়া। তাই বেশি ডিটেইলসে না গিয়ে একটা উদাহরন সেই।
কেউ কবিরকে অসম্ভব বিশ্রি ভাষায় গালি দিলো। কবির জানে গালিটা অসম্ভব রকমের কুৎসিত। এখন কবির যদি সাইনবোর্ডে গালিটা লিখে সবাইকে দেখিয়ে বেড়ায়, দ্যাখেন সিরাজ আমারে এই 'চ...' যুক্ত গালি দিছে ... তাইলে সমস্যাটা হইলো সিরাজ কবিররে গালি দিয়ে 1 বার। আর কবির সেই গালির কথাটা প্রচার করতেছে 100বার, 100 জনের কাছে।
এই কারনে কোন কিছু যদি খারাপ মনে হয়, তবে সেটা ঢালাও করে প্রচার করাটা খুব একটা প্রজ্ঞার পরিচয় না। বিশেষ করে যখন দেখলাম ত্রিভুজ চোরের আপত্তিকর (ত্রিজুজের কাছে) মন্তব্যটি ইমেজ হিসেবে কপি পেস্ট করেছে, তার নিচের দিকে যেটাকে আমরা সাধারন ভাষায় অবসিন ল্যাংগুয়েজ বলি, অমার্জিত ভাষা বলি, সেইরকম ভাষার ব্যবহারও আছে।
নবীরঅসম্ভব রকমের দৃঢ় মোরাল ক্যারেক্টার ও ব্যবহার সম্পর্কে প্রচুর বর্ণনা আছে যেখানে বেসিক এই ইসলামিক মোরাল প্রিনসিপ্যাল যে নবী কখনো খারাপ কথাকে প্রচার করতেন না, কারো বদগুন শুনতে আগ্রহ দেখাতেন না, কারো দোষ প্রচার করতেন না; বরং বলতেন - তোমরা অন্যের ত্রুটি ও দূর্বলতা গোপন রাখো, স্বয়ং স্রষ্টা তোমাদের দোষ শেষ বিচারে গোপন রাখবেন (কারন কেউই দোষ মুক্ত নয়)।
যেটা খারাপ লেগেছে সেটা হলো মন্তব্যের সাথে সাথে ঐ পোস্টের ইমেজের ভিতরে আরো অমার্জিত কথা আছে যেটাকে সাইনবোর্ড করে প্রচার করা। অনেকে সেই ভাষাতে কথা বলতে অভ্যস্ত। অনেকে শুনতেও অভ্যস্ত। চোর সেই ধরনের ভাষাই হয়তো ব্যবহার করেছেন কুয়াশার প্রতি। কিন্তু ত্রিভুজ সেটা প্রচার করতে বসেছেন সবার প্রতি। আমি দু:খিত এটা খুব একটা সৌন্দর্য্য কাজ হয় নাই ত্রিভুজ। প্রতিবাদ করা ভালো। প্রত্যেকের মতপ্রকাশের স্বাধিনতা খুব সুন্দর একটা বিষয়। কিন্তু সেই মত প্রকাশের স্বাধীনতা মানে যা অসুন্দর সেটাকে সাইনবোর্ড করে প্রচার করা না।
শেষ করি নবীর সম্পর্কে একটা বর্ণনা দিয়ে: And then I asked him (Ali) about the Messenger

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



