লকলকাইয়া বাড়িয়া উঠিল একখানি জলপদ্ম।
পানি-পৃষ্ঠ হইতে ফুলের উচ্চতা এক হস্ত।
সায়াহ্নে সেথায় ঝড় উঠিল মস্ত।
ঝড়ো হাওয়ায় হইয়া পরাস্ত,
পুষ্পখানি-
স্পর্শীল পানি;
আদি-স্থান হইতে যেথা দূরত্বে তিন হস্ত।
পানির গভীরতা গণনা করিয়া সমস্যার টানো যতি
ওহে লীলাবতী!
নচেৎ শিরদেশে করিয়া রচন
কুসুম কানন-
গোবর স্তুপের কর গতি.
মহান গণিতবিদ ভাস্করাচার্য তার মেয়ে লীলাবতীর জন্য কবিতার মাধ্যমে কিছু গানিতিক সমস্যা তৈরি করেছিলেন। এই সমস্যা টি সেগুলোর মধ্যেই একটি। মূল কবিতাটির কিছু মনে নেই আমার। এটি তার লাটিমীয় সংস্করণ
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





