আর ভাল লাগেনা পূর্নতার স্পর্শ পেতে পেতে-
শূণ্যতার মাঝে হারিয়ে যাওয়া।
অতৃপ্ত হৃদয়ের সুপ্ত বাসনাগুলো ডানা মেলতে গিয়ে যখন হোঁচট খেয়ে পড়ে যায়,
ডুকরে কেঁদে ওঠে যেন তখন পুরো অস্তিত্ব।
দলা পাকানো অর্থহীন অনুভূতিগুলো আটকে থাকে পাঁজরের খাঁজে।
জন-অরন্যের অসহ্য কোলাহল থেকে বেরিয়ে এলে,
গলা জাপটে; দম আটকে ধরে নির্মম একাকীত্ব।
নিজেকেই একসময় অচেনা লাগে নিজের কাছে;
আমারি কন্ঠে যেন কথা বলে ওঠে ভিন্ন কোন সত্ত্বা।
অনিকেত বেদনার ধারালো অনুভূতিগুলো হৃদয়কে করে দেয় ক্ষতবিক্ষত।
তারপর...
অনেক দিন পর,
হয়ত কোন একদিন তারা ভোঁতা হয়ে যাবে।
অসীম গভীর কালো হ্রদের স্থির পানিতে আবার খেলে উঠবে প্রাণতরঙ্গ।
পাড়ের একহারা গড়নের জবা গাছটি ফুলে ফুলে গোলাপী হয়ে,
হয়তো আবারো দোল খাবে মৃদুমন্দ বাতাসে।
গোধূলিবেলায় কালচে-বাদামী চোখজোড়া কি সেদিন ভিজে উঠবেনা?
ছোট্ট প্রদীপের কোমল আলোয়???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





