
বৃষ্টি ভেজা এক মুঠো আকাশ
এক মুঠো বৃষ্টি নিয়ে দেখছো তুমি অবাক চেয়ে,
হাতের মাঝে পড়লো ধরা একটুকরো আকাশ।
কালো মেঘের আনাগোনায় নীলের সেই ভাঁজ গুলোই আজ,
ঠোঁট ছোয়ালো ভালোবাসায়, তোমার মাঝেই হারায়।
একটু হাসি, অলস দুপুর, এক ফোঁটায় জলের পুকুর,
স্বপ্ন দেখায়, ভালোবাসায়, জীবন যেন নীল আকাশ।

মৃত্তিকার সাধ
নীল আকাশের বুকে তোমায় দেখেছিলাম,
শুভ্র, সাদা, ধীর।
তুমি কি হিমালয়?
না আরো বড়?
আমার উপরে তখন ঘাসেরা
খেলা করে যায় বাতাসের সাথে।
আমি বসে শুনি তাদের ফিসফাস,
আর তাকিয়ে দেখি তোমায়।
আমার খুব ইচ্ছে করে তোমার কাছে যেতে,
আমার খুব ইচ্ছে করে তোমায় ছুঁয়ে দেখতে।
(কবিতা দু'টা গত বছর লেখা। উত্তর বঙ্গের একটা ট্যুর দিয়েছিলাম, সাঁওতালদের উপরে স্টাডি করার জন্য, সপ্তাখানেকের ট্যুর। যাওয়ার আগেই যে টাইফয়েডে ধরেছিলো টের পাইনি, যখন টের পেলাম তখন আর করার কিছু ছিলো না।
প্রথমটা এক সাঁওতাল বাড়িতে বসে লিখা। ধুন্ধুমার বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টি দেখতে দেখতে লিখা।
আরে পরেরটা লিখেছিলাম ১০৫ জ্বর নিয়ে। কিভাবে, কি ভেবে লিখেছিলাম কিছুই মনে নাই।
আজ পুরোনো ডাইরীটা খুঁজে পেয়ে মজা লাগলো কবিতা দু'টো দেখে।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


