ব্যাক টু ব্যাক সিজন নাইন পর্যন্ত দেখার পরে সেদিন ১০ নম্বরটা হাতে নিয়ে বসে ছিলাম। মুনিয়া দেখে আসকাইলো, কি ব্যাপার?
আমি কইলাম - সিজন ফিনালে, এর পরে আমার ফ্রেন্ডস দেখা শেষ হয়ে যাবে
আমার বাংলা পাঁচের মত মুখ দেখে কি মনে হলো তার খোদাই মালুম, কিন্তু যে ডায়লগ দিলো তাতে আমি পুরাই
মনে আছে, প্রথম টার্ম শেষ করার পরে হারুমামা ধরে একদিন জিজ্ঞেস করেছিলেন, কি রে কয়টা টার্ম বাকি?
আমি গাল ফুলায় জবাব দিসিলাম, ভালো কথা জিজ্ঞেস করতে পারেন না
মামা হেসে জিজ্ঞেস করলেন, কয়টা শেষ? আর আমি খুব ভাব নিয়ে জবাব দিসিলাম একটা
বছর তিনেক পরে সেই হারুমামার সাথে দেখা হতেই মামার প্রশ্ন, কি রে কয়টা শেষ??
আমি এবার চোখ (যতটা সম্ভাব
মামা হেসে বললেন, তোরে নিয়ে তো মহা সমস্যা, যা জিজ্ঞেস করি তাতেই মন খারাপ করিস
আসলেও তাই। গত ১৭ই মার্চ, ২০০৪ এ যে জার্নি শুরু করেছিলাম আগামী ১০ই অক্টোবর, ২০০৯ এ তার শেষ অধ্যায়ের শুরু। ফাইনাল ইয়ার, ফাইনাল টার্ম- লেভেল ৫ টার্ম ২ ।
আর ক'মাস পরেই পলাশীতে আমাদের সূর্য ডুবে যাবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




