দুর্ভাগ্য মাহেলা জয়বর্ধনে আর জয়সুরিয়ার। দুই জনের নামের সাথে দুইটি জয় থাকলেও তারা জিততে পারেননি।
গতকাল জয়সুরিয়া বলেছিলেন, তাদের বিরুদ্ধে আপসেট হবার সম্ভাবনা কম।
দুভাগর্্য তার 96 করেও সেঞ্চুরী করতে পারেননি। তার দলও জেতেনি। 4 উইকেটে জিতেছে বাংলাদেশ। আর ম্যান অব দ্য ম্যাচ হয়েছে আফতা আহমেদ।
নতুন প্রজন্মের কাছে খেলায় অভিজ্ঞতার পরাজয়।
অবশ্য মাহেলা বলেছেন, জয়সুরিয়া ভাল ব্যাট করলেও শেষের দিকে তারা ভাল করতে পারেনি। আর বাংলাদেশ বোলিং ফিলিডং ভাল করেছে।
এবার কি বলবেন, জয়সুরিয়া, আপসেট হয়েছে নাকি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




