হাসান ভাই, ব্লগবন্ধু
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আসলে ব্লগার অব দ্য নেশন বা কোন খেতাব পাওয়ার জন্য আমি ব্লগ লিখিনি। যা লিখেছি তা হয়তো তথাকথিত ব্লগ হয়েছে। কিন্তু আমার সব লেখাই মনের আনন্দে।
কাউকে বিরক্ত বা রাগান্বিত করার উদ্দেশ্যে নয়।
আমার দ্্বারা কোন অনুচিত কাজ হয়ে থাকলে সেজন আমি দুঃখিত।
পারলে ক্ষমা করে দিবেন।
আপনার অবস্থানের সাথে আমার আকাশ পাতাল পাথকর্্য।
আপনি ব্লগার অব দ্য ওয়ালর্ড হোন। এটাই কামনা করি।
আমার মনে হয়েছে, ব্লগে কোন বর্ণবৈষম্য নেই। আর এরকম কোন বিধি নিষেধও ছিলনা যে বেশি ব্লগ দেয়া যাবে না।
কোয়ানটিটি নয় কোয়ালিটি-এটা আমারও কামনা।
পছন্দ না হলে এমনিতেই হারিয়ে যায় অনেককিছু।
কেউ বেছে বেছে তার পছন্দের ব্লগারের ব্লগ নিয়ে যা খুশি তা পড়তে পারে। কাউকে নিরুসাহিত করা সম্ভবত ঠিক নয়।
আমি লিখতে পারি না, কেবল শিখছি।
একজন্য আমি সবার কাছে ক্ষমাপ্রাথর্ী।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




