প্রথম প্রথম সব কিছুরই একটি আদিখ্যেতা থাকে। শিশুর প্রথম জন্ম, প্রথম দেখা, প্রথম ভাল লাগা,প্রথম প্রেম, প্রথম চুমু, প্রথম যৌবন, প্রথম বিয়ে,প্রথম , প্রথম কম্পিউটার চালানো, প্রথম ইন্টারনেট ব্রাউজিং, প্রথম গাড়ি চালনা, সবকিছুতেই প্রথম প্রথম আলাদা শিহরন অনুভব করে প্রত্যেক মানুষ। আবেগের আতিশয্যে অনেকেই ভুল করতে পারে। আর ব্লগাররাও প্রথম প্রথম ব্লগে এসে ভুল করতেই পারেন। এটা হলো স্বাধীনতার তিক্ততা। কিন্তু মানুষ স্বাধীনভাবে জন্ম গ্রহন করলেও সর্বক্ষেত্রে সে নিয়মের শিকলে বাধা। তার মানে সে সর্বদাই পরাধীন নয়। সাম হোয়ার ইন আকাশের ঠিকানায় চিঠি লেখার সুযোগ করে দিয়ে হাত খুলে লেখার স্বাধীনতা দিয়েছে আমাদের। তাই বলে যা খুশি তাই লিখব তাই কি হয়? কবি শামসুর রাহমান যতই লিখুন, স্বাধীনতা হলো যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। তাই কি হয়? আমরা কিন্তু বলতে পারবো না ব্লগ স্বাধীনতা হলো যেমন ইচ্ছে লেখা আমার বিজয় কিবোর্ড। ব্লগ ফ্রিডম মানে তো যাচ্ছেতাই নয়। একজন নতুন ব্লগার ও শিক্ষানবীশ হিসাবে নিজের জ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করে কিছু প্রস্তাব সবার উদ্দেশ্যেঃ এক. অযাচিত ব্লগ পোষ্ট এড়ানোর জন্য প্রতিদিন না হলেও সপ্তাহে কিছু নির্দিষ্ট বিষয়ে ব্লগারদের কাছ থেকে লেখা আহবানকরা যেতে পারে। যে বিষয়ে সেরা লেখা বা মন্তব্য পাঠাবে ব্লগাররা। দুই. ব্লগ ফ্রিডম এর সীমা বেঁধে দিতে পারেন কতর্ৃপক্ষ। যদিও ধমর্ীয় উস্কানীমুলখ লেখা ও অশ্লীলতার কথা বলা রয়েছে। আরও বিস্তারিত ব্যাখা ও নীতিমালাও থাকতে পারে। তিন. ব্লগারদের দ্্বারা ঐক্যমতের ভিত্তিতেই তৈরী হতে পারে একটি সর্বজনগ্রাহ্য নীতিমালা। চার.নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষন বেশি। না করতে বললে মানুষের নজর সেদিকেই বেশি যায়। বিষয়গুলো নিয়ে ব্লগারদের ভেবে দেখতে বলছি।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




