আজ খেলা শ্রীলংকার সাথে, শ্রীলংকাকে কি আমরা নিজেদের মাটিতে দ্্বিতীয় শিকারে পরিণত করতে পারবো। ইতিমধ্যে আমাদের নতুন টেষ্ট সৈনিকদের নাম ঘোষিত হয়েছে। এই স্কোয়াডে ডাক পেয়েছেন বগুড়ার সন্তান মশফিকুর রহমান মিতু। ইতিমধ্যে ঢাকায় উড়ে এসেছেন স্পিন যাদুকর মুত্তিয়া মুরালিধরন। বাংলাদেশ কি মুরালি আতংকে ভুগছে।
আমর তো মনে হয় লড়াই হবে বাংলাদেশ আর মুরালির সঙ্গে। এবার আবার মুরালির ঐতিহাসিক টেষ্ট। কেননা, এটা তার শততম টেষ্ট।
ব্যাটসম্যানরা শততম টেষ্টে সেঞ্চুরী হাকাতে পারলে যারপর নাই খুশি হন। আর বোলার রা!
মুরালি 10 উইকেট পেলে নিশ্চিত মহাখুশি হবেন।
বাংলাদেশের সোনার রুপার তামার ছেলেরা কি পারবে মুরালিকে রুখতে।
নাকি মুরালি ম্যাজিকে ফিনিস হয়ে যাবে আমাদের ক্রিকেটপ্রেমীদের স্বপ্ন।
এবারের টেষ্টে মুরালিকে রুখতে পারলেই হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




