যখন কাচের মত স্বচ্ছ সত্য গুলো মিথ্যা হয়ে যায়
প্রচন্ড এক আঘাতে আত্মাটা কেদে উঠে
পরিচিত শব্দগুলো যন্ত্রনার বাদ্য বাজায়।
যখন সবচেয়ে চেনা মানুষটি অচেনা হয়ে যায়
প্রচন্ড এক কম্পনে হৃদপিন্ড হারায় স্পন্দন
পরিচিত মুখটি মুখোশে ঢাকা পড়ে যায়।
যখন বহু কাঙ্খিত স্বপ্নগুলো অপূ্র্নতার পথে হারায়
প্রচন্ড এক বজ্রপাতে শরীরটা শিউরে উঠে
পরিচিত রঙিন চাদরটা বিবর্ণ হয়ে যায়।
যখন স্বযত্নে লালিত ভালোবাসাগুলো উপহাস করে
প্রচন্ড এক সংঘাতে রক্তাক্ত আমার হৃদয়
পরিচিত আয়নায় তার চোখ অপলক নির্লজ্জতায়।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





