যদি জন্ম নিতাম
আর মাত্র চারটি বছর আগে!
হয়তোবা হয়ে উঠতাম কোটি বছরের
বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ
স্বীকৃতিও মিলে যেত ইউনেস্কোর ।
******************************
আজ হতে অর্ধ শতক আগে
ভূমিষ্ঠ হতাম যদি
হতে পারতাম বটতলে অঙ্কুরিত
বাঙালির ঐতিহ্যের অনুষঙ্গ ।
********************************
মধ্যযুগে মোগলরূপে জন্ম নিলে
প্রতিষ্ঠাতা হয়ে যেতাম বাঙালির হৃদ-স্পন্দনের।
ঔপনিবেশিকতার অপবাদ তো আজ অবধি
দেয় নি কেউ-ই।
************************************
এখনই বা মন্দ কী?
অট্টালিকার কার্নিশ আর রাজপথে
বিকশিত হয়েও-
তকমা পেয়েছি বাঙালিয়ানার।
এপার-ওপার উভয় পাশে
খোঁড়াখুঁড়িতেও মূল মেলে না।
তবু অনুতাপ নেই একটুও-
সদ্যোজাত শিশুর কপোলে
সীল মোহরটা বসিয়ে দিলে
আখ্যা পাবে আবহমান’ নামে।
হাটে কেহ ভাঙে যদি হাঁড়ি
বর্ষে দেব এক রাশ গালি
বঙ্গমাতার হুজুগে সন্তানেরা
সঙ্গ দেবে সর্বদাই- জানি।
[যা খুশি তাই করুন। শুধু “আবহমান” আর “ঐতিহ্যের” তকমা লাগিয়ে ২০-৫০ বছর আগে নগরে পত্তন হওয়া কোন অর্থহীন (বৈজ্ঞানিক/বিশ্বাসী- উভয় দৃষ্টিকোণ থেকে) প্রথার প্রতি চিরন্তনতার বিশেষণ বসানোর মিথ্যাচার থেকে বিরত হোন। অজস্র উপভাষা, একাধিক ধর্ম আর অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন লোকজ প্রথানুসারি বাঙালি জাতির সংস্কৃতির একক ঠিকাদারি কেউ দেয় নি আপনাকে]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


