আমি নাহয় একটুখানি রেগেইছিলাম
বলেইছিলাম দুটো কথা অভিমানে
তাই বলে কী তুমি এমন কঠোর হবে
এমন করে মুখ ফিরিয়ে যাবে চলে
সুযোগও তো দেয়া যেতো মান ভাঙাবার
একটুখানি কান্নাকাটি ক্ষমা চাওয়ার
এতই নধর ভালবাসার স্বর্গচারা
এক নিমেষে যায় ফুরিয়ে পাশাখেলা
আমার তবে কেন এমন বুক ফেটে যায়
দু’চোখ জুড়ে সারাবেলা ধু ধু ক্ষরা
অনিদ্রাতে রাত কাটে আর দিনের বেলা
চারিদিকে দেখি তোমার মরীচিকা
মধ্যরাতে বুকের ভেতর হরিণ কাঁদে
মৃত্যু এসে হা হা হাসে যখন তখন
যাবেই যদি তবে কেন এই অবেলায়
এমন করে মন পোড়ালে ভালবাসায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




