1) প্রথম সুত্র: ওজন = ভর * (মধ্যাকর্ষন জানিত ত্বরণ)
এখানে
ভর := গুটি গুটি ল্যাদার পরিমান
মধ্যাকর্ষন জানিত ত্বরণ সম্পর্কে জানিতে হইলে নিউটনের বাড়ীতে যান। সেখানে নিউটন না থাকিলে ধর্মপুস্তকে তাহার উল্লেখ পাইবেন।
2) দ্বিতীয় সুত্র: ভোজন জড়তা
ছাগুরামকে ঘাষপাতা প্রদান করিলে তাহা সে চিবাইতেই খাকিবে, জীবন ভর চিবাইতে থাকিবে, যতক্ষন না তৃতীয় কোন ছাগুরাম বাধা প্রদান না করে।
3) তৃতীয় সুত্র: এ্যকশন = রিএ্যকশন
কোন প্রানী বা বস্তু ছাগুরামকে ধাক্কা প্রদান করিলে ছাগুরামও তাহাকে একই শক্তিতে ধাক্কা প্রদান করিবে। হাতীকে ধাক্কা প্রাদান করিয়া ছাগুরাম চীৎপটাং হইলেও সুত্র অপরিবর্তিত থাকিবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০০৬ ভোর ৪:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



