দু'দিন পর ভোটে জিতে এরাই র্যাব নামাবে। নিজেদের তৈরী করা সন্ত্রাসী সন্তানদের হত্যা করবে, নিজেরা পরিনত হবে গডফাদারে। তারপর সাধারণ মানুষের সম্পদে নিজেদের তলাহীন উদরপূর্তির পর মাথায় টুপি, দাড়িতে মেহদী লাগিয়ে হাজী সেজে, ঈশ্বরের অবতার সেজে আরো শোষন করবে আমাদের। আর কতদিন ?
আর কতদিন আমরা এদের কব্জাবন্দী হয়ে থাকবো ? আমরা কি এমনি এক মূর্খ, বুদ্ধিহীন, মেরুদন্ডহীন অশিক্ষিত জাতি যে এদেরকেই প্রতিবার জনপ্রতিনিধি করে সরকারে পাঠাই? আমরা কি এতই নির্লজ্জ যে, এদের বিরোধিতা না করে, এদেরই গুনগান গাই?
আমার লজ্জা হয়। আগে এখানকার বন্ধুবান্ধবদের নির্বাচন ও তার প্রস্তুতি নিয়ে ভালমন্দ নানা বর্নণা দিতাম। আওয়ামী লীগের ফতোয়াপ্রীতির পর লজ্জায় চুপ হয়ে গিয়েছি। সন্ত্রাসীদের কথা বলে হেঁট মাথা আরো বেশী হেঁট করতে চাই না। কিন্তু আর কতদিন ? আর কতো দেউলিয়া হব আমরা ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




