
আরও মায়ার একঘেয়েমি আসে কুড়াতে অনুভব
প্রেমিকার সংক্রামক আন্দোলনের সলতে একদিনেই অশক্ত হয়ে গেলো ।
থাকে ঘৃণা সারারাত
সঠিক ঘুমের প্রজাপতিটা ভালবেসে একবার
খুব করে ক্রূড় মেরে রয় ।
গন্ধমুখর মোড়কে ফণীমনসার বনেদী লোকালয়ে
আহত হবে বাতাস,
কৌরব পেলব ডানা মেলে
উন্মাতালে
একটা খুন করে দিয়ে গেছে।
সবার পারদে আকঁড়ে আজো
অপূর্ব যে শিশুর
হেঁটে খেলা ছিলো;
কোন মাননীয় সাঁতারুর
মাতাল সমুদ্রে
নেমে
যাই ফুরিয়ে ।
উৎসর্গঃ শ্রদ্ধেয় জনাব পদাতিক চৌধুরী, আমার পোস্টে প্রথম কমেন্টকারী।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




