তিন ভাইয়ের যৌথ পরিবার। মা, চাচী, স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে সুখেরই সাজানো সংসার। গতকালের অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যেই সব শেষ করে দিয়ে গেছে। নিয়ে গেছে ১১টি প্রাণ। বেঁচে আছেন তিন ভাই মোহাম্মদ গুলজার, মোহাম্মদ দিদার ও মোহাম্মদ ফারুক।
আগুনে পুড়ে মারা গেছে তাঁদের মা সাবেরা বেগম, চাচী মনোয়ারা বেগম এবং গুলজারের স্ত্রী ইয়াসমিন, ১৮ বছর বয়সী দুই যমজ ছেলে সাবাব ও সৌরভ, দিদারের স্ত্রী শিল্পী, ছেলে হূদয় (১৮) ও মেয়ে অদিতা (৮), ফারুকের স্ত্রী রানী বেগম, দুই মেয়ে আনিকা (১০) ও অংকিতা (৫)।
এ পরিবারটি আগে কসাইটুলীর সিদ্দিক লেনের একটি বাড়িতে থাকত। কয়েক মাস আগে তারা নবাব কাটরার ৪৩ নম্বর বাড়িতে চলে আসে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১০ বিকাল ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




