
উচ্ছ্বাসের জোয়ারে ভাস; চোখের দৃষ্টি মেলে দ্যাখোনা তুমি
নারীগ্রাস তোমার রন্ধ্রে রন্ধ্রে কতটা আদিম হিংস্রতার রেখা বুনে যায়!
সুখের অন্তর্বাস খুলে ফেলেছে এই নগরী
নিস্তব্ধ শীতের রাতে নিবিড় রমনী দাঁড়িয়ে থাকে আকাশের তলে; প্রেম খোঁজে সে
নির্লোভ প্রেম! তোমার বুকে জাগাতে চেয়েছে সে সবুজ প্রেম!
জীর্ণ পাতা'র মতো পড়ে থাকে সে
তুমি দলিত করো তাকে বার বার, অজস্রবার!
ফিরে যায় আজও রাতের ট্রেন হাসি কান্না সাথে করে
ফিরেনা শুধু সে- ফিরতে পারেনা সেই নিবিড় রমনী!
অবহেলার বৃষ্টি! আর কত অবহেলার বৃষ্টিতে ভেজাবে আঁচল?
জেনো কিন্তু তুমি! তোমার বিদায় বেলা
ফেলবেনা সে এক ফোঁটা চোখের জল! নিভৃতে থাকুক জমানো যত ক্ষোভ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


