
অগাস্ট মাসেই BASIS (Bangladesh Association of Software and Information Services) প্রস্তাব দিয়েছে পেপাল পেমেন্ত গেটওয়ে আনার জন্য। যতদূর জানি সরকার তেমন একটা গুরুত্ত দিচ্ছে না পেপাল আনার ব্যাপারে যার প্রধান কারণ হচ্ছে MONEY LAUNDERING বা যে কেও দেশ থেকে খুব সহজেই পেপাল এর মাধমে টাকা বাইরে পাঠিয়ে দিতে পাড়বে।
কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মানি লনডাড়িং পলিসি থাকা সক্তেও পেপাল ব্যাবহার করতে পারছে খুব সহজেই। যার কারন গুলি নীচে দেওয়া হলোঃ
১। আঊটসোর্সসিং বা ইন্টারনেটে কাজ করে পেপাল এড় মাধ্যমে আনা টাকা গুলো অন্য পেপাল ব্যাবহারকারীদেড় কে পাঠাণো যাবে না, অর্থাৎ যে কোণো ধরনের Paypal to Paypal ট্র্যান্সফার করা যাবে না (নিজের দেশের মধ্যে হক বা দেশের বাইরে হক), এই নিয়মটির কারনে টাকা নিজ পকেটেই থাকছে এবং কারো মাধ্যমে টাকা দেশের বাইরে চলে যাওয়ারও কোন সম্ভাবনা থাকছে না।
২।ভারতে যারা পেপাল ব্যাবহারকারি আছে তাদের কে অবশ্যই তাদের পেপাল অ্যাকাউন্ট এর সাথে তাদের ব্যাংক আকাউন্ত যুক্ত করতে হবে।
৩। এবং প্রতিদিন তাদের পেপাল অ্যাকাউন্ট এ জমে থাকা টাকাগুলি স্বয়ংক্রিয়ভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায় যেটি ইংরেজি তে automatic withdrawal বলা হয়। এবং এই ব্যাংক ট্র্যান্সফার এর জন্য কোন প্রকার চার্জ নেওয়া হয় না।
৪। ভারতের পেপাল অ্যাকাউন্ট ব্যাবহারকারিরা তাদের পেপাল অ্যাকাউন্ট এ থাকা টাকাগুল দিয়ে অনলাইন এ কোন ধরনার কেনাকাটা করতে পারে না
উপরের নিয়ম গুলির সম্বন্ধে যদি বাংলাদেশ ব্যাংকের ধারনা থাকে তাহলে তারা খুব সহজেই রাজি হবে দেশে পেপাল আনতে। কিন্তু বাংলাদেশ ব্যাংক যে গাধা !
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





