নয়নের পলকে আসো তুমি
আবার যাওতো চলে৷
আমি তিলতিল করে স্বপ্ন বুনি
ফের দেখা হবে কবে?
তুমি কেবল সামনের পানে পা বাড়িয়ে
আগামীর স্বপ্ন বুনো৷
পেছন ইতিহাসের কবর রচনা করে
আগামীর অট্টালিকা তৈরীতে থাকো বিভোর৷
হতে পারো তুমি স্বপ্নচারী
আগামী পৃথিবীর স্বাপ্নিক,
কেবল স্বাপ্নিক হলেই চলেনা
দেহাবয়বে থাকতে হয়
ভালোবাসার মাখামাখি,
ওষ্ঠাধরে ছুঁয়োছুঁয়ির চিহ্ন৷
ভালোবাসার পল্লীতে বুনোহাস
কেবলই দুঃখের ফেরিওয়ালা৷
লেখক:নাসিম আহমদ লস্কর
জকিগঞ্জ,সিলেট৷
তাং:০৫ ডিসেম্বর ২০১৭

সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




