আমাদের দেশে রাজ়নীতি সচেতন ও অচেতন দুই ধরনের লোকই আছে। অতি উৎসাহী এবং অতি অচেতন দুই শ্রেনীই গন্তান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর।বিগত ভুরি ভুরি রাজনৈ্তিক স্বহিংসতা এর অন্যতম উদাহারন।
ইদানিং রাজ়নীতির অঙ্গনে নতুন আলোচিত বিষয় ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার অভিযাত্রা। যাতে কিনা অনেকেরই সমর্থন আছে আবার অনেকের বিরধিতাও আছে। এভাবে সরাসরি ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার এই অভিযাত্রা মোটামুটি নতুন হলেও
ধর্মীয় রাজনীতর বিরোধীতা বহু প্রাচিন।
যা হোক আমাদের মধ্যে যারা চায় বাংলাদেশে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করা হোক তারা মোটামুটি নিম্নোক্ত কয়েকটি যুক্তিকে প্রধান কারন হিশেবে দাড় করায়। এগুলো হলোঃ
১। আমাদের স্বাধীনতা যুদ্ধের মুলনীতি ছিল ধর্মনিরপেক্ষতা ।
২। ধর্মীয় রাজনীতি সন্ত্রাস এর জন্ম দেয়। কাজেই সন্ত্রাস বন্ধ করতে হলে ধর্মীয় রাজনীতি বন্ধ করতে হবে।
৩। আমরা সাম্প্রদায়িকতা চাইনা। ধর্মীয় রাজনীতি সাম্প্রদায়িকতার ধারক। তাই ধর্মীয় রাজনীতি বন্ধ করতে হবে।
(চলবে)
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




