পহেলা বৈশাখ আমাদের জিবনে নিয়ে আসে নতুনের বারতা।
পুরাতন সকল কিছুর আবসানের মাধ্যমে নব উদ্দমে আমরা চাই জীবন শুরু করতে। আমাদের জীবনের সকল ক্ষেত্রে পহেলা বৈশাখ সম্ভাবনা নিয়ে আসবে এই কামনায় আমরা নববর্ষের উদযাপনে হই আত্বহারা।
দিন আসে দিন চলে যায়। ঘুরে ফিরে আরেকটি পহেলা বৈশাখ আসবে আবার চলেও যাবে কিন্তু কাঙ্খিত সেই সম্ভাবনাময় দিন আমাদের জন্য কত দূরে অপেক্ষা করছে তা আমরা যানিনা।
আমাদের বাঙ্গালিত্বের এই যে বহিপ্রকাশ তাও আকৃত্রিক কিনা এ নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ ।
সকালে রমনায় পান্তা ইলিশ আর বাসায় ফিরে Ricky Martin,Michael Jackson আর "কাসুটি জিন্দেগি" এই প্রতারনার আবসান হওয়া দরকার ।
আমরা বাংলাদেশীরা ভিতরে ও বাইরে এখনো এক হতে পারিনি বলেই হয়তবা জাতি হিসেবে আমার অগ্রগতি এতটা স্লথ ।
আমরা পহেলা বৈশাখ নিয়ে মাতামাতি করবো আর আমাদেরই উদাসিনতায় আমার ভাষা,সংস্কৃতি,জাতিয় চেতনা হুমকির মুখে পড়বে এভাবে চলতে থাকলে আমাদের ভাষা,সংস্কৃতি শুধুমাত্র দিবস সর্বস্ব হয়ে পড়বে । আমাদের নিজের বলে আর কিছুই থাকবেনা ।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




