(আমার এই লেখাগুলো যখন তখন এলোমেলো ভাবে লেখা। যখন যেটা অথবা যা কিছু বলা যেসব কথা মাথায় এসেছে তা জুড়ে দিয়ে এই লেখাগুলো তৈরি। আপনাদের পড়ার জন্য দিয়ে গেলাম।)
এলোমেলো -১
আমার হাতে রক্তের দাগ,
মেহেদি ভেবে ভুল করোনা;
শুকিয়ে মিইয়ে গিয়ে মরচে ধরেছে,
তবু রক্ত সত্যি, ভালোবাসা না।
এলোমেলো-২
অশ্রু উপহার দিলাম, হাসি পাবো বলে;
স্বপ্ন পবন সাম্পানে ওড়ালাম, ভালোবাসার তরে।
সাদা রঙ নিয়ে যাক মেঘবলাকা,
ভাঙুক হৃদয় প্রিজমে সপ্তরঙে।
এলোমেলো-৩
গাঙচিলের ধোঁয়াটে ডানায় উড়ে,
রূপালি ভোর চলে অজানার পথে;
ফেলে পিছনে ফেনিল সাগর রাশি,
কার সম্মোহনে, কিসের লাগি?
এলোমেলো-৪
একদিন হাঁটবো দু’জনে তুমুল বর্ষায়, হাত ধরে;
খোলা রাস্তায় একদা ব্যস্ত রাজপথে,
স্বপ্ন দেখবো, দেখেছি, তাই বলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




