একটা সময় বাংলা সিনেমা সমাপ্তির নিয়মিত কাহিনীটা মনে আছে?... নায়িকাকে গুন্ডারা ধরে নিয়ে যায়। ...নায়ক একা যুদ্ধ করে ভিলেনের বিশাল সাম্রাজ্য আক্রমন করে... সব কয়টারে শেষ করে যখন মূল ভিলেন কে গুলি করবে, ঠিক সেই সময় পুলিশের আগমন... “হ্যান্ডস আপ!! আইন নিজের হাতে তুলে নেবেন না”।... বাংলা ছবির ফিনিসিং টা অনেক পরিবর্তন হয়েছে... এখন আর ছবির শেষ মুহূর্ত্বে পুলিশ কে দৌড়ে এসে বলতে হয় না “হ্যান্ডস আপ...”
...
পোষ্ট মাষ্টারদের কাজ যেমন প্রায় বিলীন হয়ে গেছে, এই পুলিশদের বিলীনের পথে...তাই এখন আর আইন নায়কের হাতে তুলে নেওয়া লাগেনা... নায়কের “হ্যান্ড আপ” ও করতে হয় না। ... এতদিন ধরে বাংলা সিনেমায় নায়কের দেখে পুলিশ ও শিখে গেছে... এখন পুলিশ শুধু “হ্যান্ডস আপ” ই নয়, “লেগ আপ” করা ও শিখে গেছে...
...
পুলিশ অবশ্য এক স্টেপ এগিয়ে আছে।... কারন পুলিশ নায়কে নির্দেশ দিত শূন্যে “হ্যান্ডস আপ” করতে।... আর এখন নিজেরা “হ্যান্ডস আপ” করে ‘নারীদের বুকে’, “লেগস আপ” করে ‘নারীদের পশ্চাতে’...
... “হ্যান্ডস আপ! নারীদের নিজের হাতে তুলে নেবেন না... আমরা ত আছিই...”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




