ভারতে মাসে ৫০০ টা ধর্ষন হয়, আমাদের দেশে হয় মাসে ৫০ টা... কাজেই আমরা তাদের থেকে ভাল... নেগেটিভের সাথে তুলনা করে নিজেকে ভাল বানানোর স্বভাব আমরা জন্ম থেকেই পাই... পাশের বাড়ির ছেলে ফেল করেছে, আমি ৩৩ পেয়ে পাশ করছি।... আমি কত ভাল ছাত্র...!! সেদিন লেখলাম ভারতের সাথে আমাদের তুলনা... কয়েকজন প্রতিবাদ জানাল, “আমাদের দেশে এখন ও মেয়েরা নির্ভয়ে বাসে চলাচল করতে পারে...” তাদের জন্য বলছি, “বাসে ধর্ষন করায় ও আমরা আর পিছিয়ে নেই। ভারত কে ধরে ফেলেছি”... যারা জানেন না তারা ময়মনসিংহ এর ঘটনা শুনে নেবেন...
...
ভারতে এত কিছুর পর ও মেয়েরা একা রাত ১১ টা , ১২ টার দিকে চলাচল করে বা করতে হয়... আমাদের দেশে একটা মেয়ে এটা করে না... যদি তারা এমন রাতে চলাচল করত তাহলে “রেপের” সংখ্যাটা হয়ত ভারতে চেয়ে বেশি ও হতে পারত... কাজেই যারা ভারতের সাথে আমাদের দেশের তুলনা করে দেশপ্রেম জাহির করতে চান তারা দয়া করে লাগাম দিয়ে বসে থাকুন...
...
- সুযোগ পেলে আমরা নিজের বাবা মা কে খুন করতে ছাড়ি না, আর এটা তো অন্যের মেয়েকে ধর্ষন... ব্যাপারই না!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




